কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফন্ট নিয়ে নানা গল্প

প্রথম আলো প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১৪:৩৯

কম্পিউটারে নানা কাজে অনেক ধরনের অক্ষর বা ফন্ট ব্যবহার করি। কম্পিউটার আসার আগে টাইপরাইটারের জন্য বেশ কিছু ধাতব ফন্ট চালু ছিল। তার আগে মুদ্রণশিল্পের জন্য বেশ কিছু ফন্ট চালু হয়। ডিজিটাল দুনিয়া বিকাশের সঙ্গে সঙ্গে নানা প্রয়োজনে নানা ফন্টের প্রচলন ঘটে। এসব ফন্ট আবার কাজের বিচারে কোনোটা জনপ্রিয় আবার কোনোটা অপ্রিয়।


কোনো কোনো ফন্টের নামে তো রীতিমতো আন্দোলন হয়, আবার কোনো কোনো ফন্টকে বিশ্বসেরা নকশার পুরস্কারও দেওয়া হয়। ফন্টের ইতিহাস পড়ার আগে ‘সেরিফ’ শব্দটি সম্পর্কে জেনে নিন। টাইপোগ্রাফি দুনিয়ায় সেরিফ একটি ছোট লাইন বা স্ট্রোককে বোঝায়, যা নির্দিষ্ট হরফ বা ফন্টের পরিবারের মধ্যে অক্ষর বা প্রতীকের শেষে যুক্ত থাকে। একটি টাইপফেস বা ফন্ট যে সেরিফ ব্যবহার করে, তাকে সেরিফ (বা সেরিফড) টাইপফেস বলা হয়। এটা অনেকটা বাংলা ভাষার বর্ণে মাত্রা দেওয়ার মতো। এ-কার দেওয়ার আগে আমরা যে বিন্দু থেকে লেখা শুরু করি, তাকে সেরিফ বলা হয়। এবার কয়েকটি আলোচিত লাতিন হরফের ফন্টের গল্প জানা যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও