কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইন্টেলের কোর আল্ট্রা প্রসেসরসহ এমএসআইয়ের নতুন ল্যাপটপ

বণিক বার্তা প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১৪:৩৮

প্রযুক্তি বাজারে নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই)। গত মাসে ভারতের বাজারে উন্মোচনের পর এবার চীন পালস সেভেনটিন এআই ২০২৪ মডেলের গেমিং ল্যাপটপ এনেছে তাইওয়ানের বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি। খবর গিজমোচায়না।


এমএসআই পালস সেভেনটিন এআই ২০২৪ মডেলে ১৭ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২৫৬০x১৬০০, রিফ্রেশ রেট ২৪০ হার্টজ ও এতে ১০০ ভাগ ডিসিআই-পিথ্রি কালার গ্যামুট রয়েছে। ফলে ল্যাপটপে যেকোনো ছবি, ভিডিও দেখা ও কাজ করার ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।


প্রসেসর হিসেবে ডিভাইসটিতে ইন্টেলের কোর আল্ট্রা নাইন ১৮৫এইচ ও এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৪০৬০ বা ৪০৭০ গ্র্যাফিকস কার্ড পাওয়া যাবে। দ্রুত গতিতে যেকোনো কাজ সম্পাদনের জন্য ল্যাপটপে ৩২ গিগাবাইট ডিডিআরফাইভ র‍্যাম ও ১ টেরাবাইট পিসিআইই ৪.০ এসএসডি রয়েছে। কোম্পানির দাবি এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে যেকোনো ফাইল সংরক্ষণ করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও