কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপো মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

এশিয়ার বাজারে শীর্ষে অপো

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১১:৩০
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ১১:৩০

(প্রিয়.কম) এশিয়ার বাজারে সর্বোচ্চ ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে অপো। আর ১৩ শতাংশ শেয়ার নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিভো।

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ১২ শতাংশ শেয়ার নিয়ে যৌথভাবে তালিকার তিন নম্বরে আছে চীনের শাওমি ও দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। 

অপো বাংলাদেশের ব্যবস্থাপক ড্যামন ইয়াং বলেন, 'সেলফি নিয়ে কাজ করা একমাত্র ব্র্যান্ড অপো। সেলফি ফিচারে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করাই অপোকে এশিয়ার বাজারে শীর্ষ অবস্থান অর্জন করতে সহায়তা করেছে।’

প্রিয় টেক/আরএ