কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগল ডুডলে হুমায়ূন আহমেদের জন্মদিন।

গুগল ডুডলে নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৭, ১০:৫৭
আপডেট: ১৩ নভেম্বর ২০১৭, ১০:৫৭

(প্রিয়.কম) ১৩ নভেম্বর সোমবার প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন। আর জন্মদিনে সার্চ জায়ান্ট গুগল ডুডল তৈরির মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করছেন এই লেখককে। 

গুগল ডুডলে দেখা যাচ্ছে, সবুজ বনের মধ্যে টেবিল পেতে নীল জামা গায়ে একজন ব্যক্তি লিখে চলেছেন। আর হলুদ পাঞ্জাবি পড়ে একজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবিটার ওপরে ক্লিক করলেই বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সম্পর্কে নানারকম তথ্য পাওয়া যায়। 

গুগল ডুডলের এই ছবিটি অনেকেই তাদের নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে স্মরণ করছেন তাদের প্রিয় লেখককে। 

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ‘নন্দিত নরকে’ বইয়ের মাধ্যমে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। ২০১২ সালের ১৯ জুলাই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 

প্রিয় টেক/আশরাফ