কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুদের স্মার্টওয়াচে হ্যাকিং ঝুঁকি। সংগৃহীত ছবি।

শিশুদের স্মার্ট ওয়াচে এবার হ্যাকিং ঝুঁকি

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৭, ১২:১৩
আপডেট: ১৯ অক্টোবর ২০১৭, ১২:১৩

(প্রিয়.কম) শিশুদের জন্য ডিজাইন করা কিছু স্মার্টওয়াচে নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে গবেষকরা। আর এজন্য নরওয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ স্মার্টওয়াচ ব্র্যন্ডকে সতর্ক করে দিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়। 

বর্তমানে বাজারে শিশুদের জন্য যেসব স্মার্টওয়াচ পাওয়া যায় সেগুলো মূলত স্মার্টফোনের মতোই কাজ করে। ফলে বাবা-মা এই ওয়াচের মাধ্যমে তাদের শিশুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন। আর জানতে পারেন তার সন্তান এখন কোথায় আছে। আবার এসব স্মার্টফোনের কোনো কোনোটিতে ‘এসওএস’ বা বিপদ সংকেত বাটন আছে যা দিয়ে বিপদে পড়লে শিশুরা বাবা মাকে সতর্ক করে দিতে পারে।

শিশুদের স্মার্টওয়াচ গবেষণা করে দেখা গেছে, কেউ চাইলে এই স্মার্টওয়াচ ট্র্যাক করতে পারবে, আড়ি পাততে পারবে এমনকি যে শিশু এই ঘড়ি পরে আছে তার সঙ্গে যোগাযোগও করতে পারবে। নরওয়ের কনজুমার কাউন্সিল বলছে, নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে অপরিচিত কেউ চাইলে কোনো শিশুর গতিবিধির ওপর নজর রাখাতে পারবে বা একজন শিশুর অবস্থান সম্পর্কে তার বাবা মা কে একেবারে ভুল তথ্য দিতে পারবে। 

এসব শিশুদের একটি স্মার্টওয়াচের দাম একশো পাউন্ড বা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার মতো।

সূত্র: বিবিসি

প্রিয় টেক/আশরাফ