ছবি সংগৃহীত

True love bra-যে ব্রা খুলবে শুধু সত্যিকারের ভালোবাসার স্পর্শে!

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৪, ১৪:৫০
আপডেট: ২৯ জানুয়ারি ২০১৪, ১৪:৫০

জাপানের বিজ্ঞানীরা যে শুধু খটমটে বিজ্ঞান নিয়ে পড়ে থাকেন সেটা ভাবলে ভুল করবেন। তাদের রসবোধও কম নয়। এবার জাপানের একটি অন্তর্বাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান তৈরি করেছে বিশেষ ধরণের এক ব্রা। এর বিশেষত্ব কি? বিশেষত্ব হলো, এ ব্রা শুধু তখনোই খোলা যাবে যখন এর ব্যবহারকারীকে কেউ ‘সত্যিকারের ভালোবাসা’ নিয়ে স্পর্শ করবেন। আর এর নাম দেয়া হয়েছে ‘ট্রু লাভ ব্রা'। প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে জাপানের Ravijour। চলুন জেনে নেয়া যাক কিভাবে এটা কাজ করবে।

ব্রাটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি অনুসারে, এ ব্রায়ের সাথে থাকবে হৃদস্পন্দন পর্যবেক্ষণকারী মনিটর যেটা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে সিঙ্ক্রোনাইজড অবস্থায় থাকবে। যখনোই এড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত এড্রেনালিন হরমোনের পরিমাণ বেড়ে গিয়ে সেটা রক্তের সাথে মিশবে ও ব্যবহারকারীর হৃদস্পন্দন বেড়ে যাবে, তখনোই এ ব্রাটির হুক খুলে যাবে। এখন প্রশ্ন উঠতে পারে হৃৎস্পন্দন তো যে কোনো কারণেই বেড়ে যেতে পারে। এটারও রয়েছে জবাব। যেমন- জগিং করার সময় হৃৎস্পন্দন বা হার্ট বিট বেড়ে গেলে কিন্তু ব্রা’-এর হুক খুলবে না। শুধুমাত্র রোমান্টিক মূহূর্তে সঠিক ভালোবাসাময় স্পর্শেই খুলবে এটি। আর জগিং কিংবা অন্য ভারি কাজের ফলে সৃষ্ট হৃৎস্পন্দন ও ভালবাসার স্পর্শে সৃষ্ট হৃৎস্পন্দনকে আলাদাভাবে নির্ণয় করতে পারে এ ব্রা’র সাথে যুক্ত হার্ট-বিট মনিটর। অ্যাপ্লিকেশনটি কয়েক মিনিটের জন্য ব্যবহারকারীর হৃৎস্পন্দন পরীক্ষা করে, যখনই এটা বুঝতে পারে যে ব্যবহারকারীর হৃদস্পন্দন বেড়েছে ভালোবাসার স্পর্শে তখনোই এ ব্রা-টির হুক খুলে যায়! নির্মাতারা জানিয়েছেন, এ ব্রা’টি ব্যবহারে যৌন নিগ্রহের হাত থেকেও বাঁচতে পারবেন নারীরা। বিশেষ করে অনিচ্ছাকৃত যৌন সংসর্গ এড়ানো সম্ভব হবে এর সাহায্যে।