অভিনেত্রী অপর্ণা ঘোষ। ছবি : প্রিয়.কম এবং ফেসবুক থেকে সংগৃহীত।

‘স্পঞ্জের স্যান্ডেল বেশি পরি, বলতে পারেন এটাই আমার স্টাইল’

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৮, ১৩:৩২
আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮, ১৩:৩২

(প্রিয়.কম) ব্যক্তিগত জীবনে কী ধরনের ফ্যাশন এবং স্টাইল করতে ভালোবাসেন, তা নিয়ে প্রিয়.কম-এর সঙ্গে কথা বলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। ‘মৃত্তিকা মায়া’ ‘মেঘমল্লার’ ‘ভুবন মাঝি’ সহ বেশ কিছু সিনেমা এবং টেলিভিশন নাটকেও তার অভিনয়ের দক্ষতা রয়েছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। আমাদের নিয়মিত আয়োজন ‘ফ্যাশন ব্র্যান্ড’ এ অভিনেত্রী অপর্ণার কথোপকথন থেকে জেনে নেওয়া জাক তার পছন্দের সব কেনাকাটা, সাজগোজ, ভালোলাগার ব্র্যান্ড, এবং গেটআপ সম্পর্কে।  

প্রিয়.কম: সাধারণত কেমন পোশাক পরতে পছন্দ করেন আপনি?

অপর্ণা ঘোষ: পছন্দের রঙ সাদা এবং কালো। জিন্স খুব পছন্দ। জিন্সের সঙ্গে কমফোর্টেবল টি-শার্ট, টপস শার্ট পরতে ভালোলাগে। দেশিয় পোশাকের ক্ষেত্রে শাড়ি আমার খুব পছন্দ।

প্রিয়.কম: জুতার বেলায় কি ধরনের জুতা বেশি পছন্দ।

অপর্ণা ঘোষ: হাই হিল একদমই পরা হয় না। শাড়ি পরলে হয়তো পরতে হয়। আর এমনি টি-শার্ট জিন্স আর স্পঞ্জের স্যান্ডেল পরি। বলতে পারেন স্পঞ্জ এর স্যান্ডেলই আমার স্টাইল। আমি একবার অ্যাম্বেসিতে স্যান্ডেল পরে গিয়েছিলাম। তখন তারা আমাকে বলেছে, আপনি স্পঞ্জ কেন পরেছেন? বাংলাদেশের একজন তারকা হয়েও কেন স্পঞ্জের স্যন্ডেল পরেছেন? উত্তরে আমি বলেছিলাম, যা আমার কাছে কমফোর্টেবল তো তাই পরবো। যেটা আমার কমফর্ট সেটাই পরি। 

প্রিয়.কম: আপনার স্পঞ্জের স্যান্ডেল কোথা থেকে কেনা হয়?

অপর্ণা ঘোষ: বাটা থেকে কেনা হয়। ব্যাংকক থেকেও কিছু স্পঞ্জের স্যান্ডেল কেনা হয়। ওখানে সস্তায় খুব সুন্দর ডিজাইনের কমফোর্টেবল স্পঞ্জ পাওয়া যায়। ঐ স্যান্ডেলগুলো বাসায় যেমন পরা যায়, তেমনি বাইরেও পরা যায়। স্টেপের স্যন্ডেলের চেয়ে আরামের কোনো স্যন্ডেল তো, আর কোনো কিছু হতেই পারে না। আমার মনে হয় ব্যাংককেও এতো আরাম দায়ক স্যান্ডেল নেই। এদিকে লোটো থেকে স্যান্ডেল কিনি।

 গোলাপি শাড়ির সঙ্গে মিল রেখে হাতে একই রঙের চুড়ি আর কপালে পরেছেন লাল টিপ পরেছেন অপর্ণা। ছবি :সংগৃহীত। 

প্রিয়.কম: পোশাক আশাক কেনার ক্ষেত্রে সাধারণত কোথায় কেনাকাটা করা হয়? 

অপর্ণা ঘোষ: বাংলাদেশের ফ্যাশন হাউজ থেকে কেনা হয়, এক্সটেসি বলেন, ইয়েলো, দেশি দশ, আড়ং থেকেও কেনা হয়। যেহেতু অভিনয় করি তাই চরিত্রের জন্যই বেশি কেনাকাটা করা হয়। তাছাড়া নিজের জন্য খুব বেশি শপিং করা হয় না।

প্রিয়.কম: জানতে চাইব আপনার ছেলে বেলার কথা।  

অপর্ণা ঘোষ: আমার বড় হওয়া চট্টগ্রামে। আমার বাবা- মা দুজনই চাকরি করতেন বলে বিভিন্ন জায়গায় থাকা হয়েছে। মা রাঙ্গামাটিতে ছিলেন। তাই আমার স্কুল জীবন কাটে রাঙ্গামাটি গভমেন্ট গার্লস স্কুলে। এরপর আমার কলেজ জীবন কাটে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজে (বাওয়া)। ছোট বেলায় উৎসবগুলোতে বাবার সঙ্গে বেশি শপিং যাওয়া হত। চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজা, নিউ মার্কেট সহ অন্যান্য শপিং মল থেকে কেনাকাটা করতাম।

প্রিয়.কম: ঘড়ি পরতে ভালো লাগে আপনার?

অপর্ণা ঘোষ: ঘড়ি পরতে খারাপ লাগে না। আমার পছন্দের কালেকশনের মধ্যে ঘড়ি অন্যতম। বেশির ভাগ ঘড়িই দেশের বাইরে থেকে কেনা। বাইরে গেলে যদি কছু কেনার থাকে তার মধ্যে ঘড়ি একটা জিনিস। বাংলেদেশ থেকেও কিনেছি। বাংলাদেশের বডি লাইনে পছন্দ হলে ওখান থেকে কিনে ফেলি। ঘড়ির মধ্যে পছন্দের ব্র্যান্ড হচ্ছে ‘ফসিল’। আমার কাছে ‘ফসিল’ এর বেশ কিছু কালেকশন আছে। ‘মাইকেল কোর্স’ এর ঘড়িও বেশ কিছু কালেকশন রয়েছে।

প্রিয়.কম:  ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার পছন্দের পার্লার কোনটি?

অপর্ণা ঘোষ: পার্লারের ক্ষেত্রে পারসোনা খুব পছন্দ। বাসায় ট্রিটমেন্ট নেওয়ার তেমন একটা সময়ই মেলে না। খুব মেকআপ নেওয়া কারণে চামড়া অনেক মলিন হয়ে যায়। এছাড়া আমার স্কিন খুবই পাতলা তাই খুব একটা ফেসিয়াল করা হয় না। হয়তোবা মাঝে মাঝে মাসাজটা নেওয়া হয়। রেগুলার পেডিকিউর মেনিকিউর করা হয়। এছাড়া পার্লারে খুব একটা যাওয়া হয় না।

সিম্পল সাজে অভিনেত্রী অপর্ণা। ছবি: সংগৃহীত। 

প্রিয়.কম: আপনার কী ধরনের পারফিউম ব্যবহার করতে ভালো লাগে?

অপর্ণা ঘোষ: পারফিউম কিনতে আমার ভালো লাগে। হালকা পারফিউম পছন্দ। ‘জোর্জিও আরমানি’ এবং ‘বুলগেরি’ ব্র্যান্ডের পারফিউমও ভালো লাগে। দেশের বাইরে থেকেই বেশি কেনা হয়। বাংলাদেশ থেকেও কেনা হয়। যখন প্রয়োজন পড়ে, যদি চোখে লাগে তখন কিনে ফেলি।

 প্রিয়.কম: গহনা সাধারণত কোথা থেকে কেনেন?

অপর্ণা ঘোষ: বেশিরভাগ গহনার কালেকশনই বাংলাদেশ থেকেই সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আড়ং এর কালেকশনই বেশি। তবে গহনা তেমন একটা পরা হয় না। ওয়েস্টার্ন ড্রেস পরলে কানে একটা টপ পরা হয়। এছাড়া শাড়ি পরলে ম্যাচ করে গহনা পরা হয়। এক্ষেত্রে কানে দুল পরতে আমার ভালো লাগে। সেটা, রুপা হতে পারে, গোল্ড হতে পারে যেকোনো কিছুই। তবে গোল্ড আমার খুব একটা পছন্দ না। 

প্রিয়.কম: কেমন ব্যাগ আপনার পছন্দ এবং কোথা থেকে কেনেন?

অপর্ণা ঘোষ: চামড়া কিংবা ব্রাউন রঙের যে কোনো ব্যাগি খুব পছন্দ। ওতো টাকাতো আর কামাই করি না যে সব সময় খুব দামি ব্র্যান্ডের ব্যাগ কিনবো। আমার বেশির ভাগ হ্যান্ড ব্যাগই দেশের বাইরে থেকে কেনা। ব্যাংকক, মালেশিয়ায় বেশ ভালো ভালো ব্যাগ পাওয়া যায়। দেশের বাইরে গেলে ওখান থেকেও কেনা হয়। এখানে বাটা থেকেও কিনি। বাটায় বেশ ভালো ভালো লেদারের ব্যাগ পাওয়া যায়। জারা থেকেও মাঝে মাঝে কেনা হয়। জারার ব্যাগও আমার পছন্দ।

কানে দুল আর মুখে প্রাণবন্ত হাসি। ছবি :সংগৃহীত। 

প্রিয় ফ্যাশন/গোরা