শৈল্পিক টেরারিয়ামগুলো আপনার উন্নত ‍রুচি ও সৌন্দর্যবোধের পরিচয় দেবে। ছবি: সংগৃহীত

ঘর সাজাতে শৈল্পিক টেরারিয়াম তৈরি করুন নিজেই

খন্দকার এনামুল হক
গ্রাফিক্স ডিজাইনার ও লেখক
প্রকাশিত: ০১ মে ২০১৮, ২১:০১
আপডেট: ০১ মে ২০১৮, ২১:০১

(প্রিয়.কম) অ্যাকুরিয়াম শব্দটির সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। কিন্তু টেরারিয়াম শব্দটি এখনো অতটা জনপ্রিয় হয়নি। অ্যাকুরিয়াম হচ্ছে, কাঁচের বক্সে কিংবা কাঁচের জারে সমুদ্রের মতো ডেকোরেট করে রঙিন মাছ পোষা। কিন্তু টেরারিয়াম একইভাবে কাঁচের বক্সে কিংবা ছোট কাঁচের জারে গাছ লাগিয়ে বনের মতো একটি পরিবেশ তৈরি করা। লাতিন শব্দ ভিভারিয়াম শব্দ থেকেই টেরারিয়াম এবং অ্যাকুরিয়াম শব্দটির উৎপত্তি।  

আমাদের দেশে টেরারিয়াম অতটা জনপ্রিয় এখনো হয়ে ওঠেনি। কিন্তু বহির্বিশ্বে বেশ কদর রয়েছে। ফেলা দেওয়া পুরনো কিছু জিনিস এবং আগাছা দিয়ে খুব সহজেই দৃষ্টিনন্দন টেরারিয়াম তৈরি করা যায়। প্রিয়.কমের  পাঠকদের জন্য টেরারিয়াম তৈরির সহজ পদ্ধতি তুলে ধরা হলো।  

প্রয়োজনীয় উপকরণ: নষ্ট স্বচ্ছ কাঁচের বাল্ব কিংবা বাসায় ব্যবহৃত পুরনো স্বচ্ছ কাঁচের জার। কিছু নুড়িপাথর, কয়লার গুঁড়া, পুরনো মাটি, বদ্ধ ঘরে জন্মায় এমন কিছু গাছ; যেমন- সাকুলেন্ট, ক্যাকটাস, পাতাবাহার, পাথরকুঁচি ইত্যাদি (যা আশেপাশের নার্সারিতে পাওয়া যাবে)। এ ছাড়া প্রয়োজন হবে, পুরনো দেয়ালে লেগে থাকা শ্যাওলা কিংবা মস।

পুরনো-বাতিল জিনিসপত্র দিয়েই তৈরি করা যাবে এমন সুন্দর একটি টেরারিয়াম। ছবি: সংগৃহীত

পুরনো, বাতিল জিনিসপত্র দিয়েই তৈরি করা যাবে এমন সুন্দর একটি টেরারিয়াম। ছবি: সংগৃহীত

পদ্ধতি: যদি নষ্ট কাঁচের বাল্ব ব্যবহার করেন, তবে সেক্ষেত্রে খুব সাবধানে বাল্বের উপরের অংশে কালো একটা প্রলেপ দেওয়া থাকে, চিকন কাটার কিংবা প্লাস দিয়ে আস্তে আস্তে সেটা ভেঙে ভেতরের লম্বা কাঁচের টুকরোটিকে বের করে আনুন। অতঃপর বাল্বের ছয় ভাগের এক ভাগ কয়লার গুঁড়ো দিন, তার উপর কিছুটা মাটি দিন, এবার কিছুটা নুড়িপাথর সাজিয়ে দিন। এরপর ছয় ভাগের দুই ভাগ এই মাটির স্তরটি রাখুন। একটা চিকন শন দিয়ে সেই মাটির উপরে পুরনো দেয়ালে লেগে থাকা শ্যাওলা সাজিয়ে দিন। এবার আপনার বাছাইকৃত গাছটি আস্তে করে তার উপর বসিয়ে দিন। বিভিন্ন প্রকার গাছ একসাথে দিতে পারেন। মোট কথা, শৈল্পিকভাবে গাছগুলো সাজিয়ে নিন। এবার একটা সিরিঞ্জ দিয়ে সেই গাছগুলোর উপর কিছুটা পানি ছিটিয়ে দিন। এরপর তিন-চারটি জীবন্ত পিপড়া কিংবা পোকা নিয়ে তার ভেতর ছেড়ে দিন। একটা কোকের বোতলের মুখা দিয়ে বাল্বটির উপরের অংশ ঢেকে দিন। অতঃপর নিজের ইচ্ছেমতো ড্রইংরুমে কিংবা বারান্দায় ডেকোরেশন করুন। আর যদি কাঁচের জারে করতে চান, ওই একই পদ্ধতি অবলম্বন করুন।

এটি আপনার ঘরে সৈন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেবে। ছবি: সংগৃহীত

এটি আপনার ঘরে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও কাজে দেবে। ছবি: সংগৃহীত

আপনার করা টেরারিয়ামটি আপনাকে সত্যি মুগ্ধ করবে। মুগ্ধ করবে ঘরে আগত অতিথিদেরকেও। এক গবেষণায় বের হয়ে এসেছে, প্রচণ্ড স্ট্রেস কিংবা টেনশনের সময় কিছুক্ষণ টেরারিয়ামগুলোতে চোখ বুলালে মন ভালো হয়ে যায়, কেটে যায় সব স্ট্রেস।    

প্রিয় লাইফ/আজাদ/শান্ত