
সংগৃহীত প্রতীকী ছবি
রাজ্যহীন রাজকুমারের আর্তনাদ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৮, ১৮:৫৬
আপডেট: ১৬ মার্চ ২০১৮, ১৮:৫৬
আপডেট: ১৬ মার্চ ২০১৮, ১৮:৫৬
রাজ্যহীন রাজকুমারের আর্তনাদ
নাঈমুর রহমান
রাজকুমারী কেমন আছো তুমি?
কত দিন দেখি না তোমায়,
জানি ভুলে গেছো সবকিছু
মনে নেই এই রাজ্যহীন আমায়।
আমার কোনো রাজ্য নেই
আমি কোনো রাজকুমার নই,
তোমার বাবা মেনে নেবে না
এটায় ছিল তোমার ভয়।
একদিন ছেড়ে চলে গেলে
সত্যিকারের রাজকুমারের কাছে,
যোগাযোগ দিলে বন্ধ করে
যদি আমি বিরক্ত করি পাছে।
রাজকুমারকে পেয়ে তুমি
আছো অনেক সুখে,
ভুলে গেছো সব কষ্ট
নতুন স্বপ্ন বেঁধেছো আবার বুকে।
আমি তো আছি আগেরই মতো
এখনো তোমায় ভালবাসি,
আমি তো রাজ্যের সাধারণ প্রজা
আগের মতোই প্রাণখুলে হাসি।
নেই কোনো রাগ, নেই কোনো ঘৃণা
আছে শুধু বুকভরা আর্তনাদ,
দোয়া করি সারাজীবন যেন পাও তুমি
রাজকুমারের অফুরন্ত ভালবাসার স্বাদ।
আর কিছুই চাই না আমার
আমার কোনো চাওয়া থাকতে নেই,
কেননা আমি রাজ্যের সাধারণ প্রজা
আমার কোনো রাজ্য নেই।
প্রিয় সাহিত্য/শান্ত
৩৫ মিনিট আগে
www.ajkerpatrika.com
| জাতীয় প্রেস ক্লাব
৪২ মিনিট আগে
১ ঘণ্টা, ৬ মিনিট আগে