কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুরন্ত টিভিতে শিশুদের দেশের গান শেখাবেন চম্পা বণিক। ছবি: সংগৃহীত

দুরন্ত টিভিতে শিশুদের দেশের গান শেখাবেন চম্পা বণিক

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ১৮:১৯
আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ১৮:১৯

(প্রিয়.কম) গান শেখার জন্য শিশুদের আগ্রহ অনেক বেশি। সঠিক নিয়মে ও আনন্দের সঙ্গে শিশুদের গান শেখানোর জন্য দুরন্ত টিভিতে সম্প্রচারিত হয় গান শেখার অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’।

এই অনুষ্ঠানে শিশুদের উপযোগী মোট ১৩টি গান শেখানো হবে। তিনজন খালামনি তিন ধরনের গান শিশুদের শেখাবেন। দেবলীনা সুর শেখাবেন লোকসংগীত, চম্পা বণিক শেখাবেন দেশাত্মবোধক গান এবং আবিদা সুলতানা শেখাবেন ছড়াগান। চলতি সপ্তাহে চম্পা বণিক শিশুদের শেখাবেন দেশাত্মবোধক গান ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’।

সপ্তাহজুড়ে পাঁচ পর্বে শিশুরা পরিপূর্ণভাবে এই গানটি শিখবে। গান শেখার পাশাপাশি অনুষ্ঠানের প্রতি পর্বে থাকছে মজার মজার নানান ফিচার। যেখান থেকে শিশুরা শিখতে পারবে বিভিন্ন ক্রাফট তৈরি, ছবি আঁকা ও অরিগামি। 

‘রঙের খেলায় সুরের ভেলায়’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচারিত হয় রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১০:৩০ মিনিটে ও সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

সংবাদ বিজ্ঞপ্তি