সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তী। ছবি: সংগৃহীত

সিয়ামের বিয়ের কিছু ছবি

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২

(প্রিয়.কম) তরুণ প্রজন্মের হার্টথ্রব নায়ক সিয়াম আহমেদ। তার বিয়ের খবর এখন ‘টক অব দ্য টাউন’।

শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে প্রায় আট বছররের প্রনয় ছিল ‘পোড়ামন ২’ খ্যাত এ অভিনেতার। অবশেষে বিজয় দিবসে প্রিয়তমাকে জয় করেন তিনি। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ গার্ডেনে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেন সিয়াম-অবন্তী। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন কাছের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বিনোদন জগতের সংশ্লিষ্ট ঘনিষ্ট জন।

সবাই মিলে হই হুল্লোর নাচ গানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় এ জুটির বিয়ে। বিয়েতে যে শুধু অন্যরাই নেচেছেন তা নয়। বড়-কনের সাজে গানের তালে নাচতে দেখা দেখে গেছে এ নব দম্পতিকেই।
বিয়েতে সোনালি ধুতির সঙ্গে একই রঙের শেরওয়ানি পরেন সিয়াম। আর গলায় পরেন সাদা-লাল পাথরের মালা। এদিকে লাল-সোনালি শাড়িতে একদম বাঙালিয়ানা সাজে বধূ সেজেছেন অবন্তী। স্বর্ণের টিকলি, নেকলেস, চুড়িসহ আরও কিছু পাথরের ও স্বর্ণের গয়নায় সেজেছেন তিনি।

এরই মধ্যে সদ্য বিয়ের ও হলুদের বেশ কিছু ছবি নিজেদের ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের নজর কাড়ছেন এ নব দম্পতি।

রাজকীয় ঢং-এর বিয়ের সাজে সিয়াম-অবন্তী। ছবি: সংগৃহীত

১৪ ডিসেম্বর শুক্রবার প্রেমিকা অবন্তীদের বারিধারার বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। পরদিন ১৫ ডিসেম্বর শনিবার অভিনেতার রাজারবাগের বাসায় অনুষ্ঠিত হয় আরেকটি গায়ে হলুদ অনুষ্ঠান। হলুদে কাঁচা ফুল দিয়ে সাজতে দেখা যায় অবন্তীকে। প্রথম পর্বের গায়ে হলুদে সিয়াম পরেন চকচকে পাঞ্জাবি আর কালো ব্লেজার। আর দ্বিতীয় পর্বের গায়ে হলুদে লাল সোনালি কালজ করা পাঞ্জাবি পরেন তিনি।

অবন্তীদের বাসায় অনুষ্ঠিত হওয়া গায়ে হলুদ। ছবি: সংগৃহীত

সিয়ামের স্ত্রী অবন্তি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানের তিনি একটি অনলাইন বিপণন প্রতিষ্ঠান ‘দারাজ’-এর সহকারী জনসংযোগ কর্মকর্তা।

সিয়ামদের বাসায় অনুষ্ঠিত হওয়া গায়ে হলুদে নাচছেন তিনি। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনয়ের মধ্যদিয়ে রূপালী জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন সিয়াম। এরপর ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পোড়া মন’ ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে সিয়াম ও পূজা চেরি অভিনীত ছবি ‘দহন’। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম অভিনীত ছবি ‘ফাগুন হাওয়া'।

বিয়ের অন্তরঙ্গ ছবিতে সিয়াম-অবন্তী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি শেষ করেন সিয়াম। এরপর যুক্তরাজ্যে নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন সিয়াম। বর্তমানে তিনি একজন ব্যস্ত অভিনেতা।

বিয়ের আমন্ত্রিতদের সঙ্গে ফ্রেম বন্দী তারা। ছবি: সংগৃহীত
সিয়াম-অবন্তীর গায়ে হলুদ। ছবি: সংগৃহীত
অবন্তীদের বাসায় অনুষ্ঠিত হওয়া গায়ে হলুদে আমন্ত্রিতদের সঙ্গে ফ্রেম বন্দী তারা। ছবি: সংগৃহীত
সিয়ামদের বাসায় গায়ে হলুদ। ছবি: সংগৃহীত

হলুদে সিয়ামের মুখে খাবার তুলে দিচ্ছেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

২০১২ সালের ছবিতে যুগলবন্দী সিয়াম-অবন্তী। ছবি: সংগৃহীত
২০১৪ সালের ছবিতে সিয়াম-অবন্তী। ছবি: সংগৃহীত
২০১৫ সালের তারা। ছবি: সংগৃহীত
২০১৮ সালে তাদের বিয়ে। ছবি: সংগৃহীত

প্রিয় বিনোদন/গোরা