
সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তীর হলুদের ছবি। ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সিয়ামের বিয়ে
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩
(প্রিয়.কম) নতুন প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ। নানা ধরনের প্রেমিকের চরিত্রে অভিনয় করে অজস্র তরুণীর নজর কেড়েছেন। শুধু যে পর্দাতেই তিনি প্রেমিক পুরুষ তা নয়, বাস্তবেও তিনি একজন সফল প্রেমিক।
দীর্ঘদিন প্রেমের পর প্রেমিকাকেই বিয়ে করতে যাচ্ছেন ‘পোড়ামন ২’ খ্যাত এ অভিনেতা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এরই মধ্যে হলুদও সেরে ফেলেছেন। প্রেমের বিষয়টি ঘটা করে জানান দিলেও বিয়ের ব্যাপারে তেমন একটা ঢাকঢোল বাঁজাতে দেখা যায়নি তাকে। একেবারেই ব্যক্তিগত ও ঘরোয়াভাবে ১৪ ডিসেম্বর শুক্রবার প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর বাড়িতে হলুদ সেরেছেন। ১৫ ডিসেম্বর রবিবার অভিনেতার বাড়িতে অনুষ্ঠিত হয় আরেকটি হলুদ অনুষ্ঠান।
নিজের বিয়ে প্রসঙ্গে সিয়াম জানান, একেবারেই হুট করেই বিয়ে করছেন। তাই পরিবার ছাড়া আর সেভাবে তেমন কাউকে জানাতে পারেননি। তবে নতুন বছরেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছেন। বিবাহোত্তর অনুষ্ঠানেই কাছের আত্মীয়-স্বজন, বন্ধু ও বিনোদন সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানাবেন সিয়াম-অবন্তী।
সিয়ামের হবু স্ত্রী অবন্তি একটি অনলাইন বিপণন প্রতিষ্ঠান ‘দারাজ’-এর সহকারী জনসংযোগ কর্মকর্তা। এ জুটির প্রেমের বয়স প্রায় আট বছর। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রেমিকের অভিনীত বিভিন্ন নাটক ও ছবির প্রচারণায় অংশ নিতে দেখা গেছে অবন্তীকে। এদিকে মাঝেমধ্যেই প্রিয়তমার সঙ্গে বিভিন্ন অন্তরঙ্গ ছবি পোস্ট করতেও দেখা যায় সিয়ামকে।
হবু স্ত্রী প্রসঙ্গে সিয়াম জানান, একজন মানুষের সফলতার পেছনে তার জীবনসঙ্গীর সমর্থন থাকা অনেক বড় বিষয়। পেশাগত দিক থেকে সিয়াম ও অবন্তী দুজনই একে অপরের পেশার প্রতি শ্রদ্ধাশীল। সিয়ামের কাজের প্রতি আবন্তীও ভীষণ রকমের আন্তরিক ও যত্নশীল।

বিয়ে উপলক্ষে ফেসবুকে সিয়াম ও অবন্তীর হলুদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে পূজা লিখেন, ‘অনেক অনেক শুভ কামনা সিয়াম। নায়ক ও নায়কের বাস্তব নায়িকা, দুজনের প্রতি শুভেচ্ছা রইলো।’

বাংলাদেশের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি শেষ করেন সিয়াম। এরপর যুক্তরাজ্যে নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন সিয়াম। বর্তমানে তিনি একজন ব্যস্ত অভিনেতা। দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে সিয়াম ও চেরি অভিনীত ছবি ‘দহন’। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম অভিনীত ছবি ‘ফাগুন হাওয়া'।
প্রিয় বিনোদন/গোরা