
কবি জসীম উল্লাহ আল হামিদের হাতে উপহার তুলে দিচ্ছেন তিথিয়ার সদস্যরা। ছবি: প্রিয়.কম
কুষ্টিয়ায় কবিদের নিয়ে তিথিয়ার সাহিত্য আড্ডা
আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২১:২৩
(প্রিয়.কম) শহুরে সাহিত্যিকদের সঙ্গে মফস্বলের সাহিত্যিকদের যোগাযোগের মেলবন্ধনের মাধ্যম হয়ে উঠেছে শিল্প সাহিত্যের কাগজ ‘তিথিয়া’। একই সঙ্গে জেলার নবীন ও প্রবীণ সাহিত্যনুরাগীদের একত্র করার সঙ্গে সঙ্গে তরুণ সাহিত্যিকদের উঠে আসার মাধ্যম এবং লেখকের বোধকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ‘তিথিয়া’ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে দাবি করেছে সংগঠনটির সদস্যরা।
২০ আগস্ট, সোমবার বিকেলে মিরপুর উপজেলার আমলা পাবলিক লাইব্রেরিতে কবি জসীম উল্লাহ আল হামিদের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈদ পুনর্মিলনী সাহিত্য আড্ডার আয়োজন করে সংগঠনটি।
আড্ডায় কয়েকজন আলোচক বলেন, ‘সাহিত্যে লেখক তার সুন্দর বোধকে প্রকাশ করে এবং তারপর সে বোধকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হয়। তিথিয়া একই সঙ্গে লেখকদের লেখা প্রকাশের মধ্য দিয়ে যেমন সেই বোধকে প্রকাশ করছে, ঠিক তেমনি আলোচনা, আড্ডা ও সেমিনারের মাধ্যমে এই বোধকে শুধু একটি জায়গায় না রেখে; বরং তা সকলের সামনে সহজ ও সুন্দর করে তুলে ধরে মানুষের বোধকে জাগিয়ে তোলার কাজ করে যাচ্ছে।’
জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য দেন ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি জসীম উল্লাহ আল হামিদ। ওই সময় কেক কেটে কবির জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন তিথিয়ার সম্পাদক হোসাইন মোহাম্মদ সাগর। ওই সময় তিথিয়াকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাহিত্য আড্ডায় তিথিয়ার সহকারী সম্পাদক হাসমত আলীর সভাপতিত্বে ও নবীন কবি ফয়সাল হাবিব সানির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক এইচ আই হামিদ, আমলা পাবলিক লাইব্রেরির সভাপতি মকবুল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মারফত আলী মাস্টার, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, তিথিয়ার উপদেষ্টা কাঞ্চন কুমার, তিথিয়ার নির্বাহী সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।
প্রিয় সংবাদ/নোমান/শান্ত
- ট্যাগ:
- সাহিত্য
- সাহিত্য আড্ডা
- কুষ্টিয়া