ছবি সংগৃহীত

১০ জনপ্রিয় আইকনিক লিপস্টিক

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০১৬, ০৯:৪৯
আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬, ০৯:৪৯

ছবি: সংগ্রহ 

(প্রিয়.কম) পাশ্চাত্যের ফ্যাশন ও স্টাইল অনুসরণ করা এই যুগের প্রজন্মের কাছে নতুন নয়। যদি সেটি হয় হলিউডি তারকা, অথবা স্টাইল আইকন তাহলে তো কথাই নেই। অনেক তারকা লিপস্টিকের রঙের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছেন। এখন শুধু লাল, খয়েরি, বাদামি রঙই নয়, এসেছে রঙের নানান তারতম্য ও নতুন সংযোজন। ন্যুড, ব্লু নাকি ভ্যাম্প রেড ইত্যাদি শেডের কালারের লিপস্টিকের ব্যবহার এদেশেও ইদানিং দেখা যাচ্ছে। আসুন জেনে নেই কোন তারকা কোন শেড সংযোজন করলেন লিপ কালারের ফ্যাশনে-

কাইলি জেনারের ম্যাট ন্যুড কালার

রিয়েলিটি টিভি স্টার কাইলি জেনারের পরিচিতি তার ঠোঁটে। তার ব্যবহৃত ম্যাট লিপস্টিকগুলো এতো জনপ্রিয় হয় যে বাজারে আসার মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়। আপনি জানেন কি, কাইলির নিজস্ব তিনটি ভার্সনের ন্যুড ব্রাউন কালারের লিপস্টিক রয়েছে। এর নাম ‘স্টিলা অল ডে লিক্যুইড লিপস্টিক ইন ডোলস’। এর দাম পরবে ১৬ ইউরো।    

রিহানার ভ্যাম্পি পাম কালার

মার্কিন গায়িকা রিহানাকে সব শেডের লিপস্টিক ব্যবহার করতে দেখা যায়। গত বছর তার ভক্তরা তাকে বিভিন্ন রঙে ঠোঁট রাঙাতে দেখেছে। তবে তাকে নাকি ভ্যাম্পি পাম কালারেই নাকি বেশি মানায়, এমনটাই ভাবেন তার অনুরাগীরা। রিহানার এই আইকনিক কালারের ব্র্যান্ড হচ্ছে ‘নারস অডাসিয়াস লিপস্টিক ইন ব্যাট’। আপনিও কালারটি ট্রাই করতে পারেন। এর মূল্য ২৪ ইউরো।

নীল রঙের ঠোঁটে লুপিতা নিয়োঙ্গো

ম্যাক্সিকান অভিনেত্রী লুপিতা একটি অনুষ্ঠানে তার ভক্তদের চমকে দিয়েছিলেন। তিনি সেই ইভেন্টে তার ঠোঁট নীল রঙে রাঙিয়ে সাহসের পরিচয় দিয়েছিলেন। লুপিতা ক্লাসিক ফ্রেঞ্চ ব্র্যান্ড ‘ল্যানকোম’-এর আইশ্যাডো ও লিপস্টিক ব্যবহার করেন। এটি ঠোঁটে লিপস্টিক এবং চোখে আই লাইনার ও আই শ্যাডো হিসেবে ব্যবহার করা যায়। এর নাম ‘ল্যানকোম কালার ডিজাইন আই শ্যাডো ইন সাফায়ার লেস’। 

জিজি হাদিদের ন্যুড গ্লস

যদিও এটি লিপস্টিক নয়, তবুও হাদিদকে ন্যুড লিপ গ্লসে দেখতে ভালোবাসে তার ভক্তরা। হাদিদ একজন ফ্যাশন মডেল। বিউটি ইন্ডাস্ট্রির স্রষ্টা হিসেবে তিনি এই রঙে ঠোঁট রাঙাতেই পারেন। হাদিদকে অনুকরণ করতে হলে ব্যবহার করতে পারেন ‘চ্যানেলস লভরাস সিন্টিলান্টিস গ্লসিমার ইন রোজ রোভ’। এর মূল্য ২২ ইউরো।

পপি ডেলেভিংনার ইট রঙা লাল লিপস্টিক

ইংলিশ মডেল পপি ডেলেভিংনাকে ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ড শোতে এই সময়ে বহুল প্রচলিত ব্রিক রেড বা ইট লাল রঙের লিপস্টিক পড়তে দেখা গিয়েছিলো। এই কালারটি লালও নয় আবার ব্রাউনও নয়। এটি আধুনিক ও জমকালো একটি শেড। ট্রাই করতে চাইলে জেনে নিন এই ব্র্যান্ডের নাম, ‘শারলট টিলবরিস ম্যাট রেভেলিউশন লিপস্টিক ইন ওয়াক অব শেম’। এর দাম পরবে ২৩ ইউরো।

জেসিকা চাস্টেইনের ডাস্টি রোজ লিপ কালার

মার্কিন অভিনেত্রী জেসিকা গত বছরের শীর্ষ জনপ্রিয় লিপ কালার ব্যবহারকারী। তিনি যা পড়েন তাই তাকে মানিয়ে যায়। লিপস্টিকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। হলিউডের পুরোনো নায়িকাদের কথা মনে করিয়ে দেয় এই রঙ। ট্রাই করুন ‘ববি ব্রাউনস রিচ কালার লিপস্টিক ইন ডেসার্ট রোজ’। যার মূল্য ২০ ইউরো। 

কিম কারদাশিয়ানের ডার্ক বেরি কালার

মার্কিন টিভি রিয়েলিটি তারকা কিম সাধারণত গাঢ় রাঙা লিপস্টিক ব্যবহার করেন না। তারপরেও এই কালারটি তাকে বেশ মানিয়ে গেছে। কিন্তু তাকে এই লিপস্টিকে যথেষ্ট খুশি না দেখালেও তার ছবিতে তাকে লিপস্টিকটির মতোই ভয়াবহ দেখিয়েছে। আপনিও কি এই ভ্যাম্পি লুক পেতে চান? তবে সাহস করে কিনে ফেলুন ‘ইলামাস্কুস লিপস্টিক ইন গ্রাউল’। এটির বর্তমান মূল্য ২০ ইউরো।

কেন্ডাল জেনারের ব্রাইট রেড কালার

‘কারদাশিয়ান সিস্টার্স’-এর আরেক তারকা কেন্ডাল জেনার। বোনদের মধ্যে তিনিই একমাত্র, যিনি লাল রঙে ঠোঁট রাঙান। এই ব্রাইট রেড কালারের শেডের ব্র্যান্ড হচ্ছে ‘রেস্টলেস’। এর মূল্য ২৫ ইউরো।

ফ্রিদা পিন্টোর ব্রাইট ফিউসা কালার

অভিনেত্রী ফ্রিদা পিন্টো যে রঙের লিপস্টিক লাগান, তাতেই তাকে বেশ আকর্ষণীয় দেখায়। তবে সমস্ত রঙের মধ্যে তার ভক্তরা তাকে ব্রাইট ফিউসা কালারে দেখতে ভালবাসেন। এই রঙা লিপস্টিকের সাথে ব্রোঞ্জি আই মেকআপ দিলেই রাতের পার্টির জন্য মানানসই হতে পারেন আপনিও। ট্রাই করুন ‘লরিয়াল প্যারিস রিচ কালার ইন্টেন্স লিপ কালার ইন ফ্ল্যামিং ফিউসা’। এর দাম পরবে সাড়ে পাঁচ ইউরো।

গিয়ান স্টেফানির চকি ম্যাট রেড লিপ কালার

মার্কিন সঙ্গীত তারকা গিয়ান স্টেফানিকে এই ম্যাট লিপস্টিক ছাড়া কল্পনাই করা যায় না। এই তারকা সবসময় তার মেকআপের চয়েসের জন্য বিখ্যাত। হলিউডের পুরোনো দিনের গ্ল্যামারের জন্য সঠিক রঙ চকি ম্যাট রেড লিপস্টিক। ট্রাই করুন ‘ম্যাকস ক্লাসিক লেডি ডেঞ্জার লিপস্টিক’। এর মূল্য সাড়ে ১৫ ইউরো।