ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ৩১৫ : সন্তান-সন্ততিদেরকে নামাজের আদেশ প্রদানের নীতিমালা

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:৩৩
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:৩৩

আরবি হাদিস وَعَن عَمرِو بنِ شُعَيبٍ، عَن أبِيهِ، عَن جَدِّهِ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «مُرُوا أوْلاَدَكُمْ بِالصَّلاةِ وَهُمْ أبْنَاءُ سَبْعِ سِنينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا، وَهُمْ أبْنَاءُ عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ في المضَاجِعِ».حديث حسن رواه أَبُو داود بإسناد حسن বাংলা অনুবাদ আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু তাঁর পিতা থেকে এবং তিনি আম্রের দাদা (আব্দুল্লাহ ইবনে আম্‌র) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের সন্তান-সন্ততিদেরকে নামাজের আদেশ দাও; যখন তারা সাত বছরের হবে। আর তারা যখন দশ বছরের সন্তান হবে, তখন তাদেরকে নামাজের জন্য প্রহার কর এবং তাদের বিছানা পৃথক করে দাও।’ [আবু দাউদ ৪৯৫, আহমদ ১৬৬৫০, ৬৭১৭]