ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ১১১৯ : জুমআর নামাজের আগে গোসল করা প্রসঙ্গে

priyo.Islam
লেখক
প্রকাশিত: ১৫ জুন ২০১৪, ১৫:৪৬
আপডেট: ১৫ জুন ২০১৪, ১৫:৪৬

আরবি হাদিস وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «إِذَا جَاءَ أَحَدُكُمُ الجُمُعَةَ فَلْيَغْتَسِلْ». متفقٌ عَلَيْهِ বাংলা অনুবাদ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যখন জুমাতে আসার ইচ্ছা করবে, তখন সে যেন গোসল করে।” [বুখারি ৯১৯, ৮৭৭, ৮৯৪, তিরমিযি ৪৯৩, নাসায়ি ১৩৭৬, ১৪০৫, ১৪০৭, ইবন মাজাহ ১০৮৮, আহমদ ৩০৫০, ৪৪৫২, ৪৫৩৯, ৪৯০১, ৪৯২৩, ৪৯৮৫, ৪৯৮৮, মুওয়াত্তা মালিক ২৩১, দারেমি ১৫৩৬]