
ছবি সংগৃহীত
সুরা নং – ০৯৫ : আত-তিন
আপডেট: ০৯ জানুয়ারি ২০১৪, ১৬:০৬
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ আরবি উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলা অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَالتِّينِ وَالزَّيْتُونِ95.1 আরবি উচ্চারণ ৯৫.১। অত্তীনি অয্যাইতূনি। বাংলা অনুবাদ ৯৫.১ কসম ‘তীন ও যায়তূন’ এর। وَطُورِ سِينِينَ95.2 আরবি উচ্চারণ ৯৫.২। অতুরি সীনীনা। বাংলা অনুবাদ ৯৫.২ কসম ‘সিনাই’ পর্বতের, وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ95.3 আরবি উচ্চারণ ৯৫.৩। অহা-যাল্ বালাদিল্ আমীন। বাংলা অনুবাদ ৯৫.৩ কসম এই নিরাপদ নগরীর। لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ95.4 আরবি উচ্চারণ ৯৫.৪। লাক্বদ্ খলাকনাল্ ইন্সা-না ফী আহ্সানি তাক্বওয়ীম্। বাংলা অনুবাদ ৯৫.৪ অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ95.5 আরবি উচ্চারণ ৯৫.৫। ছুম্মা রদাদ্না-হু আস্ফালা সা-ফিলীন। বাংলা অনুবাদ ৯৫.৫ তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে। إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ95.6 আরবি উচ্চারণ ৯৫.৬। ইল্লাল্লাযীনা আ-মানূ অ‘আমিলুছ্ ছোয়া-লিহা-তি ফালাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্। বাংলা অনুবাদ ৯৫.৬ তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ95.7 আরবি উচ্চারণ ৯৫.৭। ফামা- ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্। বাংলা অনুবাদ ৯৫.৭ সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পকের্ অবিশ্বাসী করে তোলে? أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ 95.8 আরবি উচ্চারণ ৯৫.৮। আলাইসাল্লা-হু বিআহ্কামিল্ হা-কিমীন্। বাংলা অনুবাদ ৯৫.৮ আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? গ্রন্থনা : মাওলানা মিরাজ রহমান