ছবি সংগৃহীত

শীতে ক্যাজুয়াল পোশাক

Mahmud Ullah
লেখক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৫, ০৭:৪৮
আপডেট: ২৬ নভেম্বর ২০১৫, ০৭:৪৮

ছবি: নাঈম প্রিন্স 

(প্রিয়.কম) শীত এলেই বিভিন্ন ফ্যাশন স্টাইল চালু হয়ে যায়। কেউ শীতে পরেন স্যুট কোট, কেউ স্বাচ্ছন্দবোধ করেন ফুল হাতা শার্টের সঙ্গে হাফহাতা সুয়েটার। আবার কেউবা খোঁজেন লেদারের জ্যাকেট। শাল বা চাদরের দিন এখন আর নেই বললেই চলে।


তবে বাঙালিদের যে ফরমাল পোশাক বলেন আর পরিবেশ বলেন, ফরমাল মানেই তাদের দম বন্ধ অবস্থা। তাই ক্যাজুয়াল বা চলতি পোশাকেই আনন্দ সবার। তাই এবারের আয়োজন শীতে ক্যাজুয়াল পোশাক।


ক্যাজুয়াল পোশাক মানে একটু রাফ টাফ। গলায় মাফলার অথবা হুডি সোয়েটার বা জ্যাকেট এখন ফ্যাশন ট্রেন্ড। হুডি জ্যাকেটগুলোই এখন ফ্যাশনে এগিয়ে। এছাড়া শীতে অনেকে কান টুপিও পরেন। তবে বছর ঘুরে এখন খুব বেশী শীত যেহেতু পড়ছে না, তাই সবাই অল্প পোশাকেই ঘর থেকে বের হয়ে পড়েন।


পায়ে কেডস বা বুট। গায়ে হুডি সোয়েটার বা জ্যাকেট ভেতর একটি টি শার্ট এটাই ক্যাজুয়াল। অনেকে হুডি জ্যাকেট না পড়ে শুধু জ্যাকেটও পড়েন সঙ্গে মাথায় ক্যাপও রাখেন। এই হলো ক্যাজুয়াল।


ঋতুর মতো এখন ফ্যাশনেও ভিন্নতা এসেছে। হুডি এখন সব জায়গায়। জ্যাকেট থেকে সোয়েটারয়ে, টি শার্ট থেকে এখন শার্টেও হুডি চলে এসেছে। তাই হুডি শার্টও জিন্সের সঙ্গে পরা যায়।


আর মেয়েরা জিন্স টি শার্ট সঙ্গে ওভার কোট পরতে পারেন। অনেকে এখন আবার জিন্স না পরে জেগিংসও পরেন। এটাও এখন ফ্যাশন স্টাইল হয়ে দাড়িয়েছে। টপস স্টাইলের সোয়েটার পরেন অনেকে। এছাড়া হুডি জ্যাকেট বা হুডি সোয়েটার তো আছেই।


এছাড়া মেয়েরা ফুলহাতা টপসও পরতে পারেন। সঙ্গে লং কোটি। তবে কোটিগুলো সবাই নিট ফেব্রিক্সেরই পছন্দ করেন। কারণ এগুলো সব জায়গাতেই পরে যাওয়া যায়।


এছাড়াও জ্যাকেট রয়েছে মেয়েদের। বসুন্ধরা শপিং মলে গেলেই এ সব পাওয়া যাবে। তবে ক্যাজুয়াল ড্রেসে এক্সটেসি, ইয়েলো ফ্যাশন ব্র্যান্ডগুলো অনেক ভাল করছে।


দরদাম: মেয়েদের জিন্স – ৮৫০ থেকে ১২৫০ টাকায়। জেগিংস- ৭০০ থেকে ৯৫০ টাকা। সুয়েটার- ২৫০০ টাকা ওভার কোট- ১৬০০ থেকে ২৮০০ টাকা।
ছেলেদের জিন্স- ১৫০০ থেকে ১৮৫০ টাকা। জ্যাকেট- ২৫০০ টাকা। টিশার্ট ফুল হাতা- ১২৫০ থেকে ১৭৫০ টাকায়। সোয়েটার- ৪০০ থেকে ১৫০০ টাকায়। লেদার জ্যাকেট- ৪০০০ টাকায় পাওয়া যায়।

মডেল: মার্শাল ও টুম্পা

পোশাক: ‘ইজি’ ফ্যাশন হাউজ