(প্রিয়.কম) ওয়ারফেজের যাত্রা শুরু সেই ১৯৮৪ সাল থেকে। সেই লাইনআপের একমাত্র কমল ছাড়া বর্তমানে আর কেউ নেই। বর্তমান প্রজন্মের কারো হয়তো তাদের নামও জানা নেই। অধিকাংশই মনে করেন ওয়ারফেজের প্রথম ভোকাল সাঞ্চয় কিন্তু এই ধারনাটি ভুল। তবে হ্যাঁ, সঞ্জয় ভোকালেই তাদের প্রথম অ্যালবাম প্রকাশ পায় এবং দর্শকদের চোখে পড়ে। সে যাই হোক ওয়ারফেজের প্রথম লাইনআপটি জানিয়ে রাখি সবাইকে। শুরুতে ছিলেন কমল(বেইস গীটার), হেলাল ( ড্রামস), মীর (গীটার), নাইমুল(গীটার), বাপ্পী(ভোকাল)। পরবর্তীতে মীর, হেলাল এবং বাপ্পী ব্যক্তিগত কারণে ব্যান্ড ছেড়ে দেন।
এমন সময় কমল হাতে তুলে নিলেন লিড গীটার, বেইজ এ চলে এলেন বাবনা করিম, ড্রামে টিপু আর ভোকালে রাশেদ। এই লাইন আপটিও বেশী দিন স্থায়ী হলো না, নাইমুলও চলে গেলেন ইউএসএ। তখন সেইসময়ের আরেক জনপ্রিয় ব্যান্ড 'ইন ঢাকা' এর মাসুক এবং ফুয়াড গেস্ট মেমবার হিসেবে সহায়তা করে ওয়ারফেজকে। মূলত তখন বিভিন্ন ইংলিশ গান করত বাংলাদেশের সদ্য গড়ে ওঠা ব্যান্ডগুলো। ওয়ারফেজ ও হোয়াইটস্নেক, ডোকেন, আয়রন মেইডেনের হেভি মেটাল গানগুলো কভার করত। পরবর্তীতে ১৯৯১ সালে ব্যান্ডের নামেই নিজেদের প্রথম অ্যালবাম "ওয়ারফেজ" রিলিজ করে ব্যান্ডটি। তখন কেউ এরকম গান শুনে একদমই অভ্যস্ত ছিল না তাই অ্যালবামটি সাফল্য পেতে কিছুটা সময় লেগেছিল।
এই অ্যালবামটির পর ওয়ারফেজ বেশ কিছু কনসার্টে অংশ নেয়। এর মধ্যেই কিবোর্ডে জয়েন করে রাসেল যিনি বর্তমানে ইন্টারনেশনালি স্বীকৃত অসাধারন গীটারিস্ট । খুব অল্প সময়ের ব্যাবধানে ১৯৯৩ সালে সারগাম থেকে মুক্তি পায় তাদের দিতীয় অ্যালবাম "অবাক ভালোবাসা'। এ অ্যালবামটি ব্যাপক সাড়া পায় শ্রোতাদের কাছে।
পরবর্তীতে ১৯৯৭ সালে মুক্তি পায় তাদের তৃতীয় অ্যালবাম। এ অ্যলবামের পর ওয়ারফেজে আবার আসে পরিবর্তন। তাদের বেশ কিছু অসাধারন সদস্য চলে যান দেশের বাহিরে। বাবনা, কমল, সঞ্জয়, ফুয়াদ, টিপু, রাসেল। অনেকের মতে এটিই ছিল ওয়ারফেজের বেস্ট লাইন আপ।

এরপর বর্তমানে মাইলস ব্যান্ডের সদস্য হিসেবে পরিচিত জুয়েল এবং অর্থহীন ব্যান্ডের সুমন জয়েন করেন ওয়ারফেজে। এ সময় মুক্তি পায় তাদের 'অসামাজিক' অ্যালবাম। সাফল্য যেন ওয়ারফেজের ঐতিহ্য আর সেভাবেই এ অ্যালবামটি তখন সকল তরুনদের মুখে মুখে।
এ অ্যালবামটির পর পরবর্তী ৮ বছরে অনেক পরিবর্তন আসে ব্যান্ডের মধ্যে।আর এ পরিবর্তন নিয়েই ওয়ারফেজ রিলিজ করে তাদের ৫ম অ্যালবাম 'আলো' । এই প্রথম শ্রোতারা সঞ্জয়ের ভোকাল ছাড়া ওয়ারফেজের গান শুনল। অনেকেই ব্যাপারটি সহজে নিতে পারে নি। কিন্তু সঞ্জয় ব্যক্তিগত কারনে মিউজিক ছেড়ে দেবার পর মিজানের কন্ঠে ওয়ারফেজ যেভাবে অসাধারন কিছু গান সৃষ্টি করেছে তার প্রশংসা করেছেন অনেক সংগীত বিশ্লেষকেরা।

ভাঙ্গা-গড়া যেন ওয়ারফেজের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেছে। আবারো মিজান তার সলো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ভোকালে আসে বালাম। বলে রাখা ভালো বালামের সাথে ওয়ারফেজের সম্পর্কটা বেশ পুরনো। মাত্র অষ্টম শ্রেনীতে পড়া অবস্থয়ই প্রথম অ্যালবামের 'কৈশোর' গানটি লিখেছিলেন তিনি। বালামের ভোকালেই ওয়ারফেজ প্রকাশ করে তাদের 'মহারাজ' অ্যালবাম ২০০৩ সালে।
আবারো পরিবর্তন, বালাম চলে গেলেন তার সলো ক্যারিয়ার নিয়ে। এসময় ওয়ারফেজ বেশ অস্থিতীশীল অবস্থায় ছিল। আর্টসেল ব্যান্ডের সেজানও বেশকিছু দিন ছিলেন ওয়ারফেজের সাথে। শুধুমাত্র ড্রামার টিপু ছাড়া সবারই বেশ পরিবর্তন হয়েছে ব্যান্ডে। পরবর্তীতে টিপু ব্যান্ডকে আবারও গুছিয়ে নিয়ে আসলেন। ব্যান্ড ভাইব থেকে অনি আর মেটাল মেইজ থেকে রজার জয়েন করলেন। অন্যদিকে কমল আবারও ফিরে আসলেন দেশে, মিজানও আবার জয়েন করলেন। এই লাইনআপে ওয়ারফেজ অনেকটা পথ পাড়ি দিয়েছে। ২০০৮সালে তাদের পুরনো সব জনপ্রিয় গানকে নতুনভাবে রি-রেকর্ড করে শ্রোতাদের উপহার দিলেন 'পথ চলা' । এ অ্যালবামে শুধুমাত্র 'তোমাকে' ও 'অমানুষ' এ দুটি গান নতুন ছিল।

গত বছরটি ওয়ারফেজের জন্য আরও একটি কারনে স্মরনীয় হয়ে থাকবে। ওয়ারফেজের সকল পুরনো সদস্যদের নিয়ে ২০০৮ এর ১৫ অক্টোবর তারা উদযাপন করে ২৫ বছর বর্ষ পূর্তি। উইনটার গার্ডেনের এ কনসার্টটি ওয়ারফেজের সদস্যদের জন্য যেমন স্মরনীয় তেমনি এ প্রজন্মের ওয়ারফেজ ভক্তরা ভিন্নভাবে ওয়ারফেজকে পেয়ে ছিল দারুন উত্তেজিত।
সর্বশেষ ২০১২ সালে ওয়ারফেজ প্রকাশ করে তাদের 'সত্য' অ্যালবাম। এতো দীর্ঘ চলার পথে 'পথ চলা' সহ ওয়ারফেজ রিলিজ করেছে তাদের মোট আটটি অ্যালবাম যার সবগুলোই সফল। ওয়ারফেজ ব্যান্ড ভেঙ্গেছে কিন্তু কখনই হতাশ করেনি শ্রোতাদের।প্রতিবারই ফিরে এসেছে আরও বেশী বিধংসী হয়ে। ওয়ারফেজ এতটাই আত্বনির্ভরশীল যে কারো একক কৃতিত্ব নেই। ওয়ারফেজ ব্যান্ডের ভাঙ্গা সদস্যদের হাতে গড়ে উঠেছে আরও অনেক জনপ্রিয় ব্যান্ড। বাংলাদেশে এতো বৈচিত্রয় ব্যান্ড সম্ভবত আর একটিও নেই। বাংলা ব্যান্ড মিউজিকের নিজ মহিমায় উজ্জল এ ব্যান্ডটি এখনো আলো ছড়িয়ে যাচ্ছে সমানতালে। হয়ত বর্তমান সদস্যদের অনেকেই ভবিষ্যতে থাকবে না কিন্তু ওয়ারফেজ চলবে তার নিজ গতিতে এমনটাই ভক্তদের আশা।