ছবি সংগৃহীত

যেভাবে মানুষ থেকে মানুষে বদলে যায় সৌন্দর্যের সংজ্ঞা (দেখুন ছবিতে)

priyo.com
লেখক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৫, ০১:১৪
আপডেট: ২৯ আগস্ট ২০১৫, ০১:১৪

(প্রিয়.কম)- সৌন্দর্য কাকে বলে? রক্তিম রসালো একজোড়া ঠোঁট? প্রিয়তমার মেঘলা চুল? প্রেমিকের প্রাণখোলা হাসি? সৌন্দর্যের আসলে কোনো সংজ্ঞা নেই, নেই কোনো সীমারেখা। ত্বক অথবা চুলের রঙ দিয়ে কেউ সুন্দর হয় না। দেখুন এই ১২ টি ছবি, যা প্রমাণ করে দেবে সৌন্দর্যের কোনো বাঁধাধরা নিয়ম নেই, হতে পারে না। নিজেকে দেখে কতোবার ভেবেছেন, নিজেকে সুন্দর করে তোলার কথা। চুলে নতুন একটা হেয়ার কাট, নতুন রঙের লিপস্টিক একজন মানুষের কাছে ভালো লাগতে পারে। আরেকজনের কাছে ভালো লাগতে পারে সেই মানুষটিরই সদ্য ঘুম থেকে ওঠা এলোচুল। ঠোঁটের পাশের যে তিল আপনার কাছে বিরক্তিকর, অন্যের কাছে হয়তো তা-ই আকর্ষণের কেন্দ্রবিন্দু। এভাবে একজন মানুষ থেকে আরেকজনে বদলে যায় সৌন্দর্যের সংজ্ঞা। অন্যরকম ত্বক, চুল, মুখভঙ্গি নিজ গুণে হয়ে ওঠে সৌন্দর্যের ধারক। মূল: 14 Photos That Prove Beauty Has No Definition by Priscilla Frank and Gabriela Landazuri Saltos, Huffington Post