ছবি সংগৃহীত

মোমবাতি সম্পর্কে ৭টি দারুণ কাজের টিপস

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৪, ০২:০৩
আপডেট: ২১ এপ্রিল ২০১৪, ০২:০৩

(প্রিয়.কম) গরমের দিন আসতে না আসতেই তাল মিলিয়ে শুরু হয়ে গেছে লোডশেডিংও। বৈদ্যুতিক গোলযোগে বন্ধুর মতো পাশে থাকে একটা জিনিস- মোমবাতি! আঁধার দূর করতে হাতের কাছে মোমবাতিই ভরসা। আসুন জেনে নিই মোমবাতির কিছু টুকিটাকি ব্যাপার।

  • ১)মোমবাতি কেনার সময় সাদা রঙটিকেই বেছে নিন। কারণ রঙিন মোমে বিশেষ কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় বলে সেগুলো খুব দ্রুত পুড়ে শেষ হয়ে যায়।
  • ২)একসাথে অনেকগুলো মোমবাতি কিনলে সেগুলো ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করবেন ঠিক প্রয়োজনের মুহূর্তে। এতে মোমবাতি পুড়বে কম, জ্বলবে বেশি সময় এবং আলো হবে আরো উজ্জ্বল।
  • ৩)ধাতুর তৈরি মোমদানি পরিষ্কার করার ঘণ্টাখানেক আগে ফ্রিজে রাখুন। এরপর ফ্রিজ থেকে বের করে ছুরির ডগা দিয়ে খোঁচা দিলে সহজেই মোম উঠে আসবে। তারপর ফুটন্ত গরম পানি ঢেলে দিলেই ব্যাস, একেবারে ঝকঝকে পরিষ্কার!
  • ৪)বিদ্যুত্‍-বিভ্রাটের কারণে অনেক সময় ঘন ঘন মোম জ্বালতে হয়। প্রয়োজনের সময় দ্রুত জ্বেলে যেখানে-সেখানে মোমবাতি বসিয়ে রাখা হয়। পরে সেগুলো থেকে গড়িয়ে পড়া মোম তুলতে নাজেহাল হতে হয় প্রায়ই। মোমবাতি জ্বেলে একটা পিরিচের ওপর বসান এবং তাতে খানিকটা পানি ঢেলে দিন। গলে যাওয়া মোম পানিতে পড়ে ভাসতে থাকবে। পরে পানিটুকু ফেলে দিলেই পরিষ্কার ঝামেলা চুকে যাবে।
  • ৫)বাজারে রঙ-বেরঙের মোমবাতি কিনতে পাওয়া যায়। চাইলে বাড়িতেই আপনি তৈরি করে ফেলতে পারেন একটু ব্যতিক্রমধর্মী মোমবাতি। এজন্য প্রয়োজন ক্রেয়ন কালার। মোমবাতি জ্বেলে একটা ক্রেয়ন মোমবাতির শিখার ওপর ধরুন। ক্রেয়নের মোম গলে মোমবাতির ওপর থেকে নিচ দিকে গড়িয়ে পড়বে। এভাবে বিভিন্ন রঙ দিয়ে পুরো মোমবাতিতে নকশা করে নিন।
  • ৬)মোমবাতির আলো দ্বিগুণ করতে চান? পদ্ধতিটা খুবই সহজ। মোমবাতি জ্বেলে একটা থালার ওপরে রাখুন। থালায় অল্প পানি ঢেলে দিন। এখন থালাটি রাখুন আয়নার সামনে। আয়নায় আলো প্রতিফলিত হয়ে পড়বে পানিতে, আর আলো বেড়ে যাবে কয়েকগুণ।
  • ৭)মোমবাতি আয়ু কিছুটা বাড়াতে চাইলে মোমবাতির ওপর দিকে সুতার চারপাশে একটু লবণ ছড়িয়ে দিন। এতে মোম ধীরে ধীরে পুড়বে।