ছবি সংগৃহীত

মেষ রাশির সাথে আপনার সম্পর্ক কেমন হবে?জেনে নিন জ্যোতিষীর দৃষ্টিতে!

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৪, ১৬:৩৩
আপডেট: ২৩ জানুয়ারি ২০১৪, ১৬:৩৩

সম্পর্ক নিয়ে অনেক সময়েই দ্বিধায় ভুগি আমরা। আপনার প্রতি আপনার প্রিয়জনের অনুভুতি একই কিনা, অথবা আপনাদের সম্পর্ক টিকবে কিনা তা নিয়ে অনেকে চিন্তিত থাকেন। শুধু প্রেমের সম্পর্কই নয়, অনেক সময়ে বন্ধুত্বের মাঝেও দেখা যায় এমন দ্বিধা। কারও সাথে প্রেম বা বন্ধুত্ব করা মানে আপনার জীবনে তাকে বড় একটা স্থান দেওয়া। এই ঝুঁকিপূর্ণ কাজটি করার আগে মনে সংশয় থাকতেই পারে। এটা সত্যি যে সম্পর্কের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে আমাদের নিজেদের আন্তরিকতার উপরেই। কিন্তু তারপরেও যদি সংশয় থেকে থাকে তবে তা কাটিয়ে তোলার চমৎকার একটি উপায় আছে। দেখে নিতে পারেন আপনার সাথে অন্য রাশির মানুষের সম্পর্ক কেমন হতে পারে। আজ রইল মেষ রাশির সাথে অন্য রাশির সম্পর্কের তথ্য।

মেষ-মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) সম্পর্ক

সম্পর্কের মাঝেও নিজের কর্তৃত্ব স্থাপন করার মনোভাব থাকে উভয়েরই। এ কারণে কিছুটা সময় হয়তো ঝড়ো প্রেমের আনন্দ উপভোগ করতে পারবেন তারা কিন্তু একটা সময়ে গিয়ে বনিবনা না হওয়ায় মাঝেমাঝেই কথা কাটাকাটি লেগে থাকতে পারে। এ কারণে এই সম্পর্ক বেশি দীর্ঘস্থায়ী হয় না আর হলেও সুখী হয় না সাধারণত। তবে দুজনেই যদি ভালোবাসার স্বার্থে নিজের ইগো একটু বিসর্জন দিতে শেখেন তবে আশা রয়েছে এই সম্পর্কেও।

মেষ- বৃষ (এপ্রিল ২০- মে ২০) সম্পর্ক

বৃষ রাশির মানুষ সম্পর্কে অগ্রসর হয় একটু ধীর গতিতে। এ কারণে মেষ রাশির মানুষটি একটু বিরক্ত হতে পারেন। বৃষ রাশির মানুষ উপার্জন করতে ভালোবাসেন, কিন্তু তা খরচ করতে আবার পটু হলো মেষ। এ কারণে দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা চিন্তা করলে তাদের মাঝে সমস্যা হতে পারে। সাধারণত কম সময়ের জন্য স্থায়ী হয় এদের সম্পর্ক। কিন্তু আন্তরিকতা থাকলে বৃষের এই ধীরস্থির মনোভাবের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে মেষ। আর সম্পর্কে যদি মেষ কর্তৃত্ব নিতে পারে, তাহলেও সেটা সুখের দিকেই গড়াবে।

মেষ- মিথুন (মে ২১- জুন ২১) সম্পর্ক

এই সম্পর্ক হতে পারে বেশ চমৎকার। তাদের প্রকৃতি একে অপরের জন্য পরিপূরক। উভয়েরই রয়েছে বেশ চমৎকার মন এবং তাদের মাঝে মিল হয় ভালো। মেষ এই সম্পর্কের কর্তৃত্ব নিতে পারে, আর মিথুন দুজনের আনন্দের জন্যই কি করা যায় তা চিন্তা করতে থাকে। এদের মাঝে এমন ভালো মিল থাকার কারণে এদের মাঝে বিয়ে হতে পারে এবং পরবর্তী জীবন সুখেই কাটায় তারা।

মেষ- কর্কট (জুন ২২- জুলাই ২২) সম্পর্ক

এই সম্পর্ক প্রথমে আপনার মাথা ঘুরিয়ে দেবার মতো চমৎকার মনে হবে। এই দুই রাশির মানুষের মাঝে শারীরিক আকর্ষণ থাকে তুঙ্গে। কিন্তু সমস্যা হলো, এই আকর্ষণ ছাড়া অন্য কিছুতে তাদের তেমন কোনও মিল খুঁজে পাওয়া যায় না। মেষ ভাবনাচিন্তা না করেই অনেক কাজ করে ফেলে। কিন্তু কর্কট অনেক সাবধানী। মেষ স্বাধীনচেতা, অপরদিকে কর্কট স্থায়িত্ব পছন্দ করে। তুচ্ছ সব ব্যাপারে তাদের মাঝে ঝগড়া হতে পারে। প্রতীকীভাবে বলা যায়, এদের সম্পর্ক হলো একটা উত্তাল সমুদ্রের মতো, যেখানে বিয়ের জাহাজ ভাসালে তা ধ্বংস হতে বাধ্য।

মেষ- সিংহ (জুলাই ২৩- অগাস্ট ২২) সম্পর্ক

মেষ এবং সিংহ উভয়েরই মেজাজ চড়া। মাঝে মাঝে যদি মেষ নিজের কর্তৃত্ব শিথিল করে সিংহকে যদি একটু মনোযোগ দিতে পারে, তবে সম্পর্কে শান্তি বজায় থাকবে। এদের মাঝে শারীরিক আকর্ষণ থাকে প্রবল। এর ওপর ভর করেই আসলে তাদের সম্পর্ক টিকে থাকে, গাড় হয়। এদের মাঝে একজন যদি অন্যের চাহিদার প্রতি একটু যত্নশীল হয় তাহলে অনেক লম্বা সম্পর্ক গড়ে তোলা সম্ভব।

মেষ- কন্যা (অগাস্ট ২৩- সেপ্টেম্বর ২২) সম্পর্ক

দুঃসাহসিক মেষের চরিত্র শান্তশিষ্ট কন্যার কাছে বেশ আকর্ষণীয় মনে হতে পারে। তবে দুজনের চরিত্র, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে তারা এতই অন্যরকম যে দুজনকেই খুব ধৈর্যশীল হতে হবে। যথেষ্ট আন্তরিকতা না থাকলে সম্পর্ক বেশি দূর গড়াবে না। এই জুটির বিয়ের সম্ভাবনা থাকে ফিফটি-ফিফটি।

মেষ- তুলা ( সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২)

সম্পর্কের প্রাথমিক ধাপে বিপরীতধর্মী এই দুই মানুষের মাঝে বেশ ভালো আকর্ষণ দেখা যেতে পারে। কিন্তু মেষ খুব দ্রুত সম্পর্ককে অগ্রসর করতে চাইবেন যা হয়তো তুলার পছন্দ নাও হতে পারে। সে মেষকে ফেলে খুঁজতে চাইবে এমন কাউকে যার চাহিদা এত বেশি না। এদের মাঝে বিয়ে না দীর্ঘস্থায়ী সম্পর্ক হওয়াটা একটু দুর্লভ।

মেষ- বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১) সম্পর্ক

এই জুটির শারীরিক সম্পর্ক বেশ ভালো হতে পারে, আবার একেবারে ম্যাড়ম্যাড়েও হতে পারে। তাদের মাঝে বেশ কিছু মিল দেখা যায়। কিন্তু দুজনেই স্বাধীনচেতা হওয়ায় একে অপরের খবরদারি সহ্য করতে পারে না। এদের সম্পর্ক সাধারণত হয়ে থাকে অস্থিতিশীল।

মেষ- ধনু (নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১) সম্পর্ক

মেষ এবং ধনু সাধারণত একে অপরের আদর্শ সঙ্গী হয়ে থাকে। তারা দুজনেই বেশ উৎফুল্ল, সামাজিক মানুষ। মেষ অনেক আশাবাদি এবং ধনুর মন ভালো করে দেবার জন্য যথেষ্ট। সম্পর্কের প্রথম ধাপটা পার হতে পারলেই তাদেরকে মোটামুটি স্থায়ী বলে ধরে নেওয়া যায়। তাদের এই জুটি দীর্ঘ প্রেমের জন্যে এমনকি বিয়ের জন্যেও চমৎকার।

মেষ- মকর ( ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) সম্পর্ক

সম্পর্কটি খুব একটা আশাবাদী নয়। মেষের অস্থির প্রকৃতির সাথে মকরের ধিরস্থির মন একেবারেই খাপ খাওয়াতে পারে না। সহজ সরল মকরের জন্য মেষ একটু অতিরিক্ত আগ্রাসী মনে হতে পারে। মেষ খুব বেশি ঝুঁকি নিয়ে থাকে যা মকর একেবারেই পছন্দ করে না। এ কারণে তাদের মাঝে বনিবনা নাও হতে পারে। কিন্তু মেষ যদি পরিস্থিতি ঠিক রাখতে পারে, সেক্ষেত্রে এই সম্পর্ক সফল হতে পারে। অদ্ভুত হলেও সত্যি, ছোটখাটো সম্পর্কের চাইতে বিয়ে বেশি সফল হয় এই জুটির।

মেষ- কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) সম্পর্ক

এই সম্পর্কটা হয়ে থাকে ঝড়ো-উত্তাল। দুইজনের মাঝেই নতুন নতুন আবেগের সৃষ্টি করে ফেলতে পারে এই সম্পর্ক। মেষ কর্তৃত্ব নিতে পছন্দ করে, কুম্ভ ততটা নয়। দুই পক্ষের ইচ্ছে থাকলে এই প্রেমের সম্পর্ক হয়ে উঠতে পারে ভীষণ সফল। তবে কুম্ভ বেশ স্পর্শকাতর হওয়ায় মেষকে বেশ সাবধান থাকতে হয়। আবার কুম্ভ মাঝে মাঝে একটু উদাসী হবার কারণে মেষ কষ্ট পেতে পারে, মনে করতে পারে সে যথেষ্ট মনোযোগ পাচ্ছে না। বিয়ে বা সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে অনেকটাই নির্ভর করবে তাদের নিজেদের ইচ্ছের ওপরে।

মেষ- মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) সম্পর্ক

মেষ যেমন আগুন, মীন তেমনি জল। আগুন আর জল একসাথে মেশে না, এটা মনে করতে পারেন অনেকেই। এ কারণে মীন ও মেষের সম্পর্ক হয়ে উঠতে পারে বেশ জটিল। মেষ কর্তৃত্ব দিতে পছন্দ করে, মীন সেই কর্তৃত্ব পছন্দ করে। শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মীনের প্রকৃতি কৌতূহলী করে তুলবে মেষকে, আর তার সাহসিকতা মীনকে তার খোলস ভেঙ্গে বেরিয়ে আসতে সাহায্য করবে। এই সম্পর্ক হবে বেশ চমৎকার। নিজেদের মাঝের ভিন্নতা মেনে নিতে পারলে তাদের বিয়ের সফলতাও সম্ভব। (আগামী পর্বে থাকছে বৃষ রাশি)