ছবি সংগৃহীত

বিশ্বের সবচাইতে দামী ১০ টি হাতঘড়ি (দেখুন ছবিতে)

Kaniz DIya
লেখক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩৪
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৩৪

(প্রিয়.কম) আমাদের কাছে হাতঘড়িটা ফ্যাশনের চাইতে প্রয়োজনের বেশি। সময়ের সঠিক হিসাব রাখার জন্য হাতে একটি ঘড়ি অনেকেই পড়েন। আগে এই হাতঘড়ির প্রচলন অনেক বেশীই ছিল। কিন্তু বর্তমানে হাতের কাছে মোবাইল ফোন থাকার কারণে অনেকেই হাতঘড়ির সময় দেখার কাজটি মোবাইল ফোন থেকেই সেরে নেন। কিন্তু এখনো অনেকেই এই হাতঘড়ি পড়ার ট্র্যাডিশন ধরে রেখেছেন। একটি হাতঘড়ির মূল্য কতো হতে পারে বলে আপনার ধারণা? কিংবা বলা যেতে পারে প্রয়োজন বা ফ্যাশন দুটো মেটাতে একটি হাতঘড়ির পেছনে আপনি কতো টাকা খরচ করবেন? খরচের ব্যাপারটা অনেক সময় শৌখিনতার ওপর নির্ভর করে। সে যাই হোক, আজকের ফিচারে যে ঘড়িগুলো দেখতে পাবেন তার মূল্য শৌখিনতার মূল্যের চাইতে অনেক বেশি। কি? বিশ্বাস হচ্ছে না? চলুন তবে দেখে নিন বিশ্বের সব চাইতে দামী ১০ টি ঘড়ি এবং জেনে নিন এগুলোর দাম।

(১) কোপার্ড, ২০১ ক্যারেট

সুইস কোম্পানি কোপার্ডের তৈরি ২০১ ক্যারেট ডায়মন্ডের একটি ঘড়ি বিশ্বের সব চাইতে দামী ঘড়ির খেতাবটি জিতে নিয়েছে। এই ঘড়িটির মূল্য ২৫ মিলিয়ন ডলার। এই ঘড়িতে রয়েছে ১২ ক্যারেট ওজনের ডায়মন্ড, ১৫ ক্যারেট ওজনের গোলাপি ডায়মন্ড, ১১ ক্যারেট ওজনের সাদা ডায়মন্ড এবং ১৬৩ ক্যারেট ওজনের হলুদ ডায়মন্ড।

(২) পাটেক ফিলিপ সুপার কমপ্লিকেশন

লাক্সারি ঘড়ি কোম্পানি পাটেক ফিলিপের তৈরি এই ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ঘড়িটি বিশ্বের সবচাইতে জটিল যন্ত্রের পকেটঘড়ি। ১৯৩৩ সালের এই ঘড়িটি ডিজাইন ও সেট করতে সময় লেগেছে ৫ বছর। এই ঘড়িটি বিশ্বের ২য় দামী ঘড়ি। এর মূল্য ১১ মিলিয়ন ডলার।

(৩) পাটেক ফিলিপ ১৫২৭

১৯৪৩ সালের ১৮ ক্যারেট স্বর্ণের ঘড়ি এবং রূপার কারুকাজের ডায়ালের এই ঘড়িটিও তৈরি করেছে পাটেক ফিলিপ কোম্পানি। এই ঘড়িটির ফাংশনের জন্য সকলের কাছে বেশ জনপ্রিয়তা পেয়ে যায়। এর বাজার মূল্য ৫.৬ মিলিয়ন ডলার।

(৪) হাবলেট ডায়মন্ড

১৮ ক্যারেট হোয়াইট গোল্ড এবং ১২০০ ডায়মন্ডের তৈরি এই ঘড়িটি বিশ্বের সবচাইতে সুন্দর ঘড়িগুলোর মধ্যে একটি। এই ঘড়িটির মূল্য ৫ মিলিয়ন ডলার।

(৫) লুইস মইনেট মেটেওরিস

এই ঘড়িটি তৈরি হয়েছে আস্টেরয়েড ও মেটেরোয়েড দিয়ে যা পৃথিবীর বুকে পাওয়া সম্ভব নয়। ৪.৬ মিলিয়ন ডলারের এই ঘড়িটিকে তাই বলা হয় স্পেস ওয়াচ।

(৬) পাটেক ফিলিপ প্লাটিনাম ওয়ার্ল্ড টাইম

প্লাটিনামের তৈরি ১৯৩৯ সালের এই অসাধারণ ঘড়িটির মূল্য ৪.০৩ মিলিয়ন ডলার। ভাবছেন এই ঘড়িটির বিশেষত্ব কি? এই ঘড়িটি পরেই চাঁদে প্রথম মানুষটির অবতরন ঘটে।

(৭) পাটেক ফিলিপ ১৯২৮

১৮ ক্যারেট পিউর হোয়াইট গোল্ডের তৈরি এই ঘড়িটির মূল্য ৩.৬ মিলিয়ন ডলার। এটি তৈরি হয় ১৯২৮ সালে।

(৮) পিগেট এম্পারেডোর টেম্পেল

২০৭ টি ব্যাগেট্টি কাট ও ৪৮১ টি এমারেল্ড কাট ডায়মন্ডের তৈরি এই লাক্সারি ঘড়িটির মূল্য ৩.৩ মিলিয়ন ডলার।

(৯) পাটেক ফিলিপ ১৯৫৩ হিউরেস ইউনিভার্সেলেস মডেল ২৫২৩

১৮ ক্যারেট গোল্ডের ঘড়ি এবং পলিক্রোম ও এনামেলের ডায়ালের এই ঘড়িটির মূল্য ২.৯ মিলিয়ন ডলার।

(১০) কার্টিয়ের সিক্রেট

১৮ ক্যারেট হোয়াইট গোল্ড এবং রোডিয়াম প্লেটেড এই ঘড়িটিতে রয়েছে ৩০১০ টি পট্রেট ও ব্রিলিয়ান্ট কাট ডায়মন্ড। এর বাজার মূল্য ২.৭৫ মিলিয়ন ডলার।