পৃথিবী জুড়ে ভীষণ বিখ্যাত কিংবা কুখ্যাত যে মানুষ গুলোকে আমরা হরহামেশা দেখতে পাই, কেমন ছিল তাদের শৈশব বা তারুণ্য? তাদের তথাকথিত "সেলিব্রেটি ইমেজের" বাইরে কেমন দেখতে তারা? কিংবা কেমন ছিলেন শৈশবে? সেই প্রশ্ন গুলোর জবাব দিতে আজকের এই আয়োজন। তালিকায় আছে ওসামা বিন লাদেন হতে শুরু করে জর্জ বুশ, আইনস্টাইন হতে শুরু করে বারাক ওবামা পর্যন্ত বহু কুখ্যাত ও বিখ্যাত ব্যক্তি।
(১) ওসামা বিন লাদেন
সাবেক আল-কায়েদা প্রধান ও যুক্তরাষ্ট্রের প্রধানতম শত্রুদের একজন ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জুডো ক্লাসে প্রশিক্ষণের এ ছবিটি বার্তা সংস্তা রয়টারকে দেন তারই জুডো শিক্ষক তাইওয়ানের নাগরিক জিমি উ। তিনি সৌদি আরবের জাতীয় জুডো দলের কোচ হিসেবে কাজ করেন ১৯৮১-৯১ সাল পর্যন্ত। জিমি বলেন, লাদেনের উচ্চতা অনেক বেশি হওয়ায় তিনি তাকে জুডোতে আসতে নিষেধ করেন কিন্তু ওসামা ( জিমি তাকে এই নামেই চিনতেন), কিন্তু ওসামা ক্লাসে আসতে থাকেন। যদিও ১৯৮৪ সালের পর তিনি জুডো ক্লাস ছেড়ে দেন।
(২) জর্জ ডব্লিউ বুশ
সাবেক মার্কিন প্রেসিডেন্টের এ ছবিটি ১৯৬৪-৬৮ সাল সময়কার। এসময় তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
(৩)এলবার্ট আইনস্টাইন
বিখ্যাত পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের এ ছবিটি ১৮৯৩ সালে তোলা যখন তার বয়স ছিল ১৪ বছর। উইকিমিডিয়া কমন্স এর সৌজন্য পাওয়া ছবি।
(৪)রাণী দ্বিতীয় এলিজাবেথ
ব্রিটেনের বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথের এ ছবিটি প্রকাশ করে pinterest। আরো ছবির জন্য ভিজিট করতে পারেন royaltydaily.tumblr.com এই ওয়েবসাইটে।
(৫)হুগো চাভেজ
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের এ ছবিটি তাঁর সেনা জীবনের ছবি। সে সময়ে তিনি কারাকাসের মিলিটারি একাডেমীতে ছিলেন। ছবিটি Venezuela’s Ministry of Information and Communication এর সৌজন্যে পাওয়া।
(৬)ভ্লাদিমির পুতিন
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছোটবেলার ছবি। সৌজন্য- Deha Cubukcu
(৭)বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছাত্রজীবনের ছবি। ওবামা নিজেই বলেছেন তিনি একজন ‘অলস ছাত্র’ ছিলেন। তার মারিজুয়ানা সেবনের প্রতি ঝোঁক ছিল, পরে তিনি কোকেইনে আসক্ত হয়ে পড়েন। ২০১০ সালে চিকিৎসকরা তাকে ধূমপান ছেড়ে দিতে বলেন ও তিনি চেষ্টা অব্যহত রেখেছেন।
(৮) নেলসন ম্যান্ডেলা
সদ্য প্রয়াত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও বর্ণবাদ-বিরোধী জনমানুষের নেতা নেলসন ম্যান্ডেলা উপজাতীয় পোশাকে। ১৯৬১ সালে তোলা ছবি। সৌজন্য- Retronaut
(এই লেখাটির আরও দুটি পর্ব পাঠকের জন্য নিয়ে আসা হবে)