ছবি সংগৃহীত
বগুড়ায় ৪ সহযোগী সহ সিরিয়াল কিলার পিচ্চি বাবু আটক
আপডেট: ২৩ এপ্রিল ২০১৪, ১৬:১৬
(প্রিয়.কম) সুজন মিয়া (১৬) নামের এক কিশোর খুনের তদন্তের সূত্র ধরেই নারী পুরুষ সহ ৭টি খুনের রহস্য উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মমিন ওরফে পিচ্চি বাবু (৩৫) নামে এক সিরিয়াল কিলারকে ৪ সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশের হাতে গ্রেফতার হওয়া কিলার গ্রুপের অন্যরা হলো-শিবগঞ্জের ময়দাদানহাটা ইউপি সদস্য আইনুল((৪৭), সরোয়ার(৪৯) জলিল(৩২) ও পারুল(৫০)। তারা ৫ কলগার্ল সহ ৭টি হত্যার সঙ্গে জড়িত। বুধবার পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংএ সিরিয়াল কিলার বাবুর স্বিকারোক্তি তুলে ধরা হয়। মাদক, নারী ব্যবসা ও চোরাকারবারী সহ অপরাধ জগতের সবক্ষেত্রেই ছিলো কিলার বাবু পদচারণা। সে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল থেকে কলগার্লদের ভালো টাকা দেয়ার প্রলোভনে বগুড়ায় শিবগঞ্জে আনতো। সহযোগীদের নিয়ে ফুর্তির পর কলগার্লদের হাত পা বাঁধা লাশ মিলতো ক্ষেত অথবা কোন মাঠের নির্জন স্থানে। বছর চার ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ক্ষেত বা মাঠে মাঝে মাঝেই অজ্ঞাত পরিচয়ের তরুনীর হাত পা বাঁধা লাশ মিলতো। ওড়না বা গায়ের কোন কাপড় দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হতো। লাশ উদ্ধারের পর দেখা যেতো মুখ মন্ডল বিকৃত। এসব ঘটনার এতদিন কোন কুল কিনারা করতে পারছিলো না পুলিশ। ২০১০ সাল থেকে একই ভাবে হত্যা করা ৫ তরুনীর লাশ উদ্ধার করে পুলিশ। চলতি বছরে ১৮ মার্চ ময়দানহাটা ইউপি’র মহব্বত নন্দীপুরে খুন হয় সুজন নামে এক কিশোর। কলাক্ষেতে তার লাশ পাওয়া যায়। আর এই হত্যা মামলার তদন্ত করতে গিয়েই বেরিয়ে আসে সিরিয়াল কিলার মমিন ওরফে পিচ্চি বাবু ও তার সহযোগীদের হাতে খুন হওয়া লোমহর্ষক হত্যাকন্ডের কাহিনী। এর আগে ওই এলাকায় খুন হওয়া অজ্ঞাত পরিচয়ের তরুনীদেরও পরিচয় মিলে। এরা হলো- শাপলা(২০), লিপি(২০), তানিয়া(২২), লাকি আকতার(১৮) ও সোনিয়া(২০)। বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মল হক এক প্রেস ব্রিফিংএ কিলার বাবুর স্বীকারোক্তির কথা উল্লেখ করেন। মামলার তদন্তবারী কর্মকর্তা সহ জেলার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সামনে হাজির করা হয় সিরিয়িাল কিলার বাবু ও তার সহযোগীদের। গ্রেফতারকৃতদের জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সূত্��: ফোকাস বাংলা
- ট্যাগ:
- বাংলাদেশ
- সিরিয়াল কিলার
- বগুড়া জেলা