ছবি সংগৃহীত

প্রেমের ক্ষেত্রে আপনি কতোটুকু বিশ্বাসযোগ্য? জেনে নিন একটি কুইজের মাধ্যমে

Kaniz DIya
লেখক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৪, ১৭:০১
আপডেট: ৩০ জানুয়ারি ২০১৪, ১৭:০১

কাউকে ভালোবেসে ফেলা যেমন সহজ, সেই ভালোবাসা রক্ষা করা কিন্তু তারচাইতে অনেক বেশি কঠিন একটি কাজ। অনেকে ভালোবাসায় আজীবন বিশ্বাসী থাকেন, অনেকে আবার নিজের স্বার্থ দেখতে পেলে বদলে যান। কেউ আছেন বিশ্বাসের মানেই বোঝেন না, আবার কেউ আছেন এইটাই বিশ্বাসযোগ্য ভালোবাসায় যে তাকে ঠকিয়ে ফায়দা তোলে সবাই। আপনি কেমন মানুষ? জানতে পারেন এই কুইজটির মাধ্যমে। নিজের সঙ্গীকে প্রশ্ন করে জেনে নিতে পারেন তার স্কোরটাও!

১. আপনি প্রতিশ্রুতি বা অঙ্গীকারবদ্ধতায় কতোটুকু বিশ্বাস করেন?

ক) অনেক বেশিই বিশ্বাস করি। আমি কখনই অঙ্গীকার ভঙ্গ করি না। খ) পরিস্থিতির ওপর নির্ভর করে। যেখানে আমার খুব বড় ক্ষতি হয় সেখানে অঙ্গীকার ভঙ্গ কড়াই শ্রেয়। গ) প্রতিশ্রুতি দেয়া বা অঙ্গীকারবদ্ধতা আসলে কিছুই নয়। মনের ব্যাপার। ঘ) বিশ্বাস করি না। একেবারেই না। ঙ) কিসের প্রতিশ্রুতি তার ওপরে নির্ভর করে।

২. আপনার মতে,

ক) ভালোবাসা সারাজীবনের জন্য। একজনকেই ভালোবাসা যায়। তার জন্য পরিবার ছাড়তেও দ্বিধা নেই। খ) মনের শান্তির জন্য একজনকে ভালোবাসাই ভালো। গ) একজনকে নিয়েই থাকবো, যদি না পরিবারের কোনো সমস্যা থাকে। ঘ) একজনকে নিয়ে পুরো জীবন কাটানো অনেক সেকেলে ব্যাপার। ঙ) প্রেমিক/প্রেমিকা যেই থাকুক বিয়ে করবো বাবা-মায়ের পছন্দে।

৩. ধরুন আপনার বর্তমান প্রেমিক/ প্রেমিকার চাইতে অনেকগুণ ভালো কেউ আপনাকে প্রেম নিবেদন করলেন, আপনি কী করবেন?

ক) অবশ্যই হ্যাঁ বলবো। মানুষ সব সময়ই ভালো কিছু খোঁজে। সুযোগ একবারই আসে। খ) আমি একজনের সাথে অঙ্গীকারবদ্ধ। কখনোই তা আমি ভঙ্গ করবো না। গ) আগে আমাকে নতুন মানুষটিকে বুঝে নিতে হবে তাকে বিশ্বাস করা যায় কিনা। ঘ) সব দিক মিলে গেলে ক্ষতি কি? ঙ) ভাবতে হবে।

৪. ধরুন আপনার পরিবার আপনার প্রেমিক/প্রেমিকাকে মেনে নিচ্ছেন না। আপনি কি করবেন?

ক) আমার কাছে আমার পরিবার সব কিছু। যদি না মানে তো প্রেমের সাথে সম্পর্কচ্ছেদ করবো। খ) বোঝাবো আমার পরিবারকে। একেবারেই না বুঝলে আমি বাধ্য হয়ে প্রেমের সাথে সম্পর্কচ্ছেদ করবো। গ) তাকে নিয়েই সারাজীবন থাকব। পরিবার ছাড়তে হলেও ছাড়ব। ঘ) মেনে না নিলে নাই। ঙ) বোঝাবো আমার পরিবারকে। একেবারেই না বুঝলে আমি আমার ইচ্ছায় তাকে নিয়ে থাকবো।

৫. আপনার সঙ্গী যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তবে আপনার অনুভূতি কেমন হবে?

ক) অনেক কষ্ট পাবো। জীবনে নতুন করে কাউকে ভালবাসতে পারবো না। খ) আমার জন্য নতুন কিছুই নয়। কিছুদিন খারাপ লাগবে। গ) কষ্ট পাবো। কারণ আমি তো প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। ঘ) উফ! বাঁচলাম, নতুন প্রেমের সম্পর্কে যাওয়া যাবে। ঙ) প্রেমের সম্পর্কে এইসব হতেই পারে। আমিও তো করেছিলাম।

৬. আপনার সঙ্গী যদি প্রতারণা করেন তাহলে আপনি কী করবেন?

ক) সম্পর্কচ্ছেদ করবো। খ) যদি ভুল বুঝে আমার কাছ থেকে সরে গিয়ে থাকে তবে তার ভুল ভাঙাবার চেষ্টা করবো। গ) আগে কারণ জানতে হবে। যদি আসলেই সমস্যায় পড়ে প্রতিশ্রুতি ভঙ্গ বা প্রতারণা করে থাকে তাহলে আমার কিছুই করার নেই। ঘ) তার ভুল ভাঙলে আমার কাছে ফিরে আসলে আবার আপন করে নেব। ঙ) যেতে চাইলে যাবে। আমার ভালো-খারাপ আমি চিন্তা করবো।

৭. আপনি কি আপনার সঙ্গীকে মিথ্যা বলেছেন কখনো?

ক) এখন পর্যন্ত বলিনি। খ) কখনো বলিনি। বলবো না কখনো। গ) মাঝে মাঝে বলি। কারণ আছে অবশ্যই। ঘ) প্রায়ই বলি। কারণ প্রেমের সম্পর্ক ঠিক রাখতে বলতে হয়। ঙ) সেও তো বলে। সমস্যা কোথায়?

ফলাফলঃ

১ এর ক-২০, খ-১৫, গ-১০, ঘ-৫, ঙ-০ ২ এর ক-২০, খ-১০, গ-১৫, ঘ-৫, ঙ-০ ৩ এর ক-০, খ-২০, গ-১০, ঘ-৫, ঙ-১৫ ৪ এর ক-৫, খ-১০, গ-২০, ঘ-০, ঙ-১৫ ৫ এর ক-২০, খ-১০, গ-১৫, ঘ-০, ঙ-৫ ৬ এর ক-৫, খ-১৫, গ-১০, ঘ-২০, ঙ-০ ৭ এর ক-১০, খ-২০, গ-১৫, ঘ-৫, ঙ-০

০ থেকে ৩০ এর জন্যঃ

আপনি ভালোবাসার সম্পর্কের জন্য মোটেও বিশ্বাসযোগ্য নন। আপনি ভালোবাসা কী সেটাই জানেন না। আপনি মজা করার জন্য ভালোবাসার নাটক করেন। আপনার ইচ্ছে হলেই সম্পর্ক ভেঙে অন্যের সাথে চলে যেতে পারেন। আপনি মানসিকভাবে অসুস্থ। মানসিকতা বদলে ফেলার চেষ্টা করুন। ভালোবাসা কোন ছেলেখেলা নয়।

৩১ থেকে ৭০ এর জন্যঃ

আপনি সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি বিশ্বাসযোগ্য। এখানে দু ধরণের মানুষের কথা বলা যায়। প্রথমত, হয়তো আপনি কোনো সম্পর্কে এখন পর্যন্ত জড়াননি। সেজন্য এখনো ভালোবাসার সম্পর্কে বিশ্বাসযোগ্যতার গুরুত্ব বুঝে উঠতে পারেন নি। এবং হয়তো আপনি এর আগে প্রেমিক/প্রেমিকার কাছ থেকে প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হয়েছিলেন। সেজন্য এখন আপনি আগের মত বিশ্বাসযোগ্য হতে চান না।

৭১ থেকে ১০০ এর জন্যঃ

আপনি ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে বেশ বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি। আপনি আপনার ভালোবাসার মানুষটির জন্য অনেক কিছুই করতে পারেন। কিন্তু তা অবশ্যই যুক্তিসঙ্গত ভাবে। ভালোবাসার সম্পর্কে ঠিক যেমনটা হওয়ার দরকার আপনি ঠিক তেমনই। অভিনন্দন আপনাকে।

১০০ থেকে ১৩০ এর জন্যঃ

আপনি আপনার ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে একটু বেশিই অনুভূতিশীল। আপনি যদিও বেশ বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি কিন্তু আপনার মধ্যে পাগলামির কিছু লক্ষণ আছে। তবে আপনার ভালোবাসাটি নিখাদ এবং সত্য। সঙ্গী যদি বুঝতে পারেন আপনাকে তো বুক ভরা ভালোবাসা তাকে দেবেন আপনি। পাশাপাশি এটাও সত্য যে কষ্ট পেলেও সেটা সয়ে নিলেও কখনো ভুলতে পারেন না।

১৩১ হতে ১৪০-

কম বয়েসীদের মধ্যে যে কিছু মোহের পেছনে ছুটতে দেখা যায় আপনার ভালোবাসা ঠিক সেরকম। ভালোবাসা আপনার জন্য প্রবল একটা মোহের মত। একবার কষ্ট পেলে জীবনেও ভুলতে পারবেন না আপনি, এমনকি সেটা সহ্য করতেও পারবেন না। এটা ভালো নয় অবশ্যই। কেননা এভাবে নিজের অনেকটা ক্ষতি করে ফেলেন আপনি। অনেকেই আপনাকে ঠকিয়ে ফায়দা লুটে থাকে।