
ছবি সংগৃহীত
নবি-রাসুলকোষ : শব্দ-০১ : নবি
আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৪, ০৬:০৯
নবি আরবি শব্দ। আরবি ‘নাবায়ূন’ মূলধাতু থেকে নির্গত। বাংলা অর্থ সংবাদবাহক। আর নবি শব্দটিকে আরবি ‘নাব্ওয়াতুন’ শব্দমূল থেকে নির্গত ধরা হলে অর্থ হবে সমগ্র মানব সমাজের উচ্চ মর্যাদায় আসিন ব্যক্তিত্ব। বহুবচন ‘নাবিয়্যূন’ ও ‘আনবিয়া’। [আল মুফরাদাত ফি গারিবিল কোরান, পৃষ্ঠা : ৪৮২] পারিভাষিক অর্থে আল্লাহ মনোনীত ব্যক্তিত্ব, আল্লাহর পক্ষ থেকে লোকালয়ে সংবাদ (আল্লাহর বাণী) পরিবেশনের দায়িত্ব প্রাপ্ত হন যাঁরা; তারাই নবি। [সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা :২৬] আবু উমামা থেকে বর্ণিত সাহাবি হজরত আবু জর (রা.) বলেছেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম যে, নবিগণের সংখ্যা কত? রাসুল (সা.) উত্তরে বললেন, তাঁদের (নবিদের) সংখ্যা এক লাখ চব্বিশ হাজার, তন্মধ্যে রাসুল ছিলেন ৩১৫ (মতান্তরে ৩১৩ জন) জন। [আহমদ শরিফ, মিশকাত শরিফ] সকল রাসুল (বার্তাবাহক) নবি (পয়গম্বর) ছিলেন কিন্তু সকল নবি (পয়গম্বর) রাসুল (বার্তাবাহক) নন। আল্লাহ মনোনীত পৃথিবীতে প্রেরিত সকল পয়গম্বরই নবি অভিধাভুক্ত ছিলেন কিন্তু সব নবিই রাসুল ছিলেন না। নবি শব্দটি ব্যাপক। আল্লামা মুফতি আহমদ শফি (র.) লিখেছেন, নবি বলতে ঐ সত্তাকে বুঝতে হবে, যিনি তাঁর পূববর্তী শরিয়তের প্রচার-প্রসার চলিছেন। [মারেফুল কোরান, ৬ষ্ঠ খ-, পৃষ্ঠা : ৪২] আল্লাহ মহান প্রেরিত এক লক্ষ চব্বিশ হাজার নবি-রাসুলদের মধ্য থেকে পবিত্র কোরানে ২৫ জন (মতান্তরে ২৬ জন) নবি-রাসুলদের নাম আলোচিত হয়েছে। পবিত্র কোরানে আলোচিত নবি-রাসুলগণের নামগুলো হলো- হজরত আদম [আ.], হজরত ইদরিস [আ.], হজরত নুহ [আ.], হজরত হুদ [আ.], হজরত সালিহ [আ.], হজরত ইবরাহিম [আ.], হজরত ইসমাইল [আ.], হজরত ইসহাক [আ.], হজরত লূত [আ.], হজরত ইয়াকুব [আ.], হজরত ইউসুফ [আ.], হজরত শুয়াইব [আ.], হজরত মুসা [আ.], হজরত ইলিয়াস [আ.], হজরত ইয়াশা [আ.], হজরত দাউদ [আ.], হজরত সুলায়মান [আ.], হজরত আই্য়ূব [আ.], হজরত ইউনুস [আ.], হজরত জুল-কিফল [আ.], হজরত জাকারিয়া [আ.], হজরত ইয়াহইয়া [আ.], হজরত ইসা [আ.], হজরত মুহাম্মাদ [সা.]। এছাড়া আরো রয়েছেন হজরত শীস [আ.], হজরত হারুন [আ.], হজরত শামুইল [আ.], হজরত খিজির [আ.], হজরত শোয়াইব [আ.], হজরত লোকমান [আ.], হজরত হিজকিল [আ.], হজরত উজায়ির [আ.], হজরত ইউশা ইবনে নুন [আ.]। আলোচ্য নামগুলির বাহিরেও আরো কিছু নবিদের নাম ইতিহাসের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। সেগুলো হলো- হজরত শাহ সেকান্দার [আ.], হজরত হরকিল [আ.], হজরত কালুত [আ.], হজরত দানিয়াল [আ.], হজরত আরমিয়া [আ.] ও হজরত আজির [আ.] (সিরাত বিশ্বকোষ, ইসলামি ফাউণ্ডেশন বাংলাদেশ; তাজকেরাতুল আম্বিয়া, রশিদ আহমদ; নবি সমগ্র, শাহানা ফেরদাউস; কসাসুল নাবিয়্যিন, আবুল হাসান আলি নদভি, সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ, ইসলামি ফাউণ্ডেশন বাংলাদেশ] উল্লেখিত নবি-রাসুলদের মাঝে হজরত আদম [আ.] প্রথম মানব ও নবি [আহমদ শরিফ, মিশকাত শরিফ]। আর হজরত মুহাম্মাদ [সা.] সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি [কোরান, ৩৩ : ৪০]। যাঁরা উভয়ই নবি ও রাসুল ছিলেন। মাওলানা মিরাজ রহমান প্রধান নির্বাহী, নবি-রাসুল রিসার্চ ইন্সটিটিউট
- ট্যাগ:
- ইসলামের চোখে
- ইসলাম
- নবি
- নবি-রাসুলকোষ
- হজরত আইয়ূব [আ.]
- হজরত আজির [আ.]
- হজরত আদম [আ.]
- হজরত আরমিয়া [আ.]
- হজরত ইউনুস [আ.]
- হজরত ইউশা ইবনে নুন [আ.]
- হজরত ইউসুফ [আ.]
- হজরত ইদরিস [আ.]
- হজরত ইবরাহিম [আ.]
- হজরত ইলিয়াস [আ.]
- হজরত ইসমাইল [আ.]
- হজরত ইসহাক [আ.]
- হজরত ইসা [আ.]
- হজরত ইয়াকুব [আ.]
- হজরত ইয়াশা [আ.]
- হজরত ইয়াহইয়া [আ.]
- হজরত উজায়ির [আ.]
- হজরত কালুত [আ.]
- হজরত খিজির [আ.]
- হজরত জাকারিয়া [আ.]
- হজরত জুল-কিফল [আ.]
- হজরত দাউদ [আ.]
- হজরত দানিয়াল [আ.]
- হজরত নুহ [আ.]
- হজরত মুসা [আ.]
- হজরত মুহাম্মাদ [সা.]
- হজরত লূত [আ.]
- হজরত লোকমান [আ.]
- হজরত শামুইল [আ.]
- হজরত শাহ সেকান্দার [আ.]
- হজরত শীস [আ.]
- হজরত শুয়াইব [আ.]
- হজরত শোয়াইব [আ.]
- হজরত সালিহ [আ.]
- হজরত সুলায়মান [আ.]
- হজরত হরকিল [আ.]
- হজরত হারুন [আ.]
- হজরত হিজকিল [আ.]
- হজরত হুদ [আ.]