ছবি সংগৃহীত

দুনিয়া ও আখেরাতের সমূহ কল্যাণ লাভ করতে চান, এই দোআটি আমল করুন!

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৫, ০৩:৪১
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫, ০৩:৪১

ফজিলত : যে ব্যক্তি সকালে এই দোয়াটি একবার পড়বে সে যেনো আল্লাহ তায়ালার কাছে দুনিয়া ও আখেরাতের সমুহ কল্যাণ চেয়ে নিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মেয়ে ফাতেমা [রা.] কে এ দোয়াটি সকাল সন্ধ্যা পড়ার জন্য অসিয়ত করেছিলেন। [শুআবুল ঈমান-৭৬১] আরবি দোআ : একবার يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِيْ شَأْنٍيْ كُلَّهُ وَ لَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ. বাংলা উচ্চারণ : ইয়া হাইয়ু ইয়া কাইয়ূম বিরহমাতিকা আসতাগিছু আসলিহু লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইণা নাফসি তরফাতা আইনি। অর্থ : হে চিরঞ্জীব! হে স্বপ্রিষ্ঠিত সর্বময় ক্ষমতার অধিকারী সত্তা! আমি তোমার রহমতের ফরিয়াদ করে বলছি; আমার সবকিছু তুমি সমাধা করে দাও, যথাযতভাবে ঠিক করে দাও। এবং এক মুহুর্তের জন্যও আমার কোনো কাজ আমার উপর চাপিয়ে দিয়ো না। মূল- হজরত মাওলানা ইউনুস বিন উমর পালনপূরী অনুবাদ- মাওলানা মিরাজ রহমান