ছবি সংগৃহীত

তিন সুমন!!!

priyo.com
লেখক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১১:০৫
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১১:০৫

(প্রিয়.কম) তিন জগতের তিন সুমন। চলুন জেনে নেয়া যাক তাদের সম্পর্কে। হাবিবুল বাশার সুমন হাবিবুল বাশার সুমন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান। তার পুরো নাম কাজী হাবিবুল বাশার। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন অফ ব্রেক। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লীগে খুলনা জেলা এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলছেন। তার টেস্ট অভিষেক হয় ২০০০ সালে ভারতের বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন টেস্ট ম্যাচে জয়লাভ করে এবং অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করেছে। সাইদুস সালেহীন খালেদ সুমন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা এবং দলনেতা। তিনি মূলত গায়ক এবং বেস গীটার বাজিয়ে থাকেন। তবে কখনো কখনো তাকে একোস্টিক গীটার কিংবা কী-বোর্ড হাতেও দেখা যায়। তার পুরো নাম সাইদুস সালেহীন খালেদ সুমন। সুমনের জন্ম তারিখ ৮ জানুয়ারি। সঙ্গীত জগতে সুমন বেস-বাবা নামে বহুল পরিচিত। সুমন পাটোয়ারী সুমন পাটোয়ারী একজন মডেল ও অভিনয়শিল্পী। তিনি এ পর্যন্ত বেশ কিছু নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছে। তিনি সাধারণত কমেডি অভিনয় করে থাকে। তার ভিন্নধর্মী অভিনয় দিয়ে তিনি মিডিয়াতে এক আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। ছবিতে তিন জগতের তিন সুমনকে এক সাথে দেখা যাচ্ছে।