ছবি সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে নাটোরে যুবকের মৃত্যু

priyo.com
লেখক
প্রকাশিত: ২১ মে ২০১৪, ০৩:১৩
আপডেট: ২১ মে ২০১৪, ০৩:১৩

(প্রিয়.কম) নাটোরের বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে হাসান আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাটোর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, হাসান দ্রুতযান আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অতিরিক্তি গরমে ট্রেনের দরজার কাছে বসা অবস্থায় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসান আলী জয়পুরহাট জেলা সদরের তোফাজ্জল হোসেনের ছেলে।