ছবি সংগৃহীত

ঝলমলে মেকআপে গ্লিটার

sraboni zaman
লেখক
প্রকাশিত: ২৩ জুন ২০১৩, ০৪:৩০
আপডেট: ২৩ জুন ২০১৩, ০৪:৩০

মেকআপের হাজারও সরঞ্জামের ভেতর গ্লিটার মেকআপ অন্যতম। ইদানিং এই গ্লিটার মেকআপের ব্যবহার বেশ চোখে পরার মতন। চট জলদি নিজেকে ঝলমল ও গর্জাস করে সাজাতে গ্লিটার মেকআপের জুড়ি নেই। কম সময়ে আকর্ষণীয় মেকআপের জন্য গ্লিটার একেবারে আদর্শ। শুধু পার্লারেই নয়, বাড়িতে আপনি নিজেই গ্লিটার মেকআপের ব্যবহার করতে পারেন। কিভাবে কতটা পরিমান গ্লিটার ব্যবহার করবেন,তাই নিয়েই আজকের এই আয়োজন।

চোখ-

গ্লিটারের ব্যবহার সাধারনত চোখেই বেশি লক্ষ্য করা যায়। চোখের আকারের সাথে মিলিয়ে গ্লিটার ব্যবহার করা উচিত।
  • -যে কোন হালকা বা ক্রিম রঙের আইশ্যাডো চোখের পাতার উপরের অংশে লাগান। আপনার চোখের ধরন ও কাপড়ের রঙের সাথে মিলিয়ে ক্রিম আইশ্যাডোর নানা শেড বেছে নিন। হালকা বেগুনি, হালকা গোলাপি ও পার্ল শেডের আইশ্যাডো হালকা রঙের ত্বকের সাথে মানানসই।
  • - এরপর ক্রিম রঙের আইশ্যাডোর উপর পাউডার আইশ্যাডো ব্যবহার করুন। এতে আইশ্যাডো বেশী সময় বজায় থাকবে।
  • - আপনার গায়ের রঙ চাপা হলে বেছে নিন পিচ বা গোল্ডেন গ্লিটার।
  • - গ্লিটার ব্যাবহারের করার আগে হালকা হাতে চোখের পাতার উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। তারপর আইশ্যাডো ব্রাশ দিয়ে পাতার উপর গ্লিটার লাগান। প্রথমে চোখের পাতার উপরের অংশের ঠিক মাঝখানে আইশ্যাডো ব্রাশ চেপে ধরুন। তারপর ধীরে ধীরে পুরো গ্লিটার চোখের পাতার এপাশ ওপাশ ব্রাশ করুন ।
  • - গ্লিটার লাগানোর পর প্রয়োজনমত আইলাইনার লাগাতে পারেন ।
  • - যদি চোখে একটু স্মোকি লুক আনতে চান তাহলে এক ধরনের বিশেষ স্মাজিং ব্রাশ পাওয়া যায়। এই ব্রাশ দিয়ে একটু ঘসে নিলেই স্মোকি লুক পাওয়া যাবে ।
  • - শেষে চোখের পাতা ও ভ্রুর মাঝের অংশে সামান্য গ্লিটার দিয়ে টাচ আপ করুন ।
  • - আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাতা কার্ল করে নিন। চোখের রঙের উপর নির্ভর করে কাল বা বাদামি মাশকারা বেছে নিন ।
  • টিপস- গ্লিটার মেকআপ বুঝে লাগাতে হবে। না হলে অতিরিক্ত উজ্জ্বল ভাব তৈরি হতে পারে । চিক , ঠোঁট ও চোখের জন্য একই রঙের গ্লিটার ব্যাবহার করুন ।

চিক-

  • - প্রথমে গালে হালকা রঙের ফাউণ্ডেশন লাগিয়ে নিন।
  • - তারপর আঙ্গুলের ডগায় সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে গালের যে অংশে গ্লিটার লাগাতে চান সেখানে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন
  • - পরিষ্কার আইশ্যাডো ব্রাশ গ্লিটারে ডুবিয়ে চিকবোন হাইলাইট করার জন্য লাগান । অতিরিক্ত গ্লিটার ঝেড়ে ফেলুন। টিপস-ক্লাসিক লুকের জন্য চিকবোনের উপরের অংশে পার্ল গ্লিটার ব্যবহার করুন । মুখের মেকআপের জন্য জেল গ্লিটার ব্যবহার করতে পারেন।

ঠোঁট-

  • - লিপস্টিক বা গ্লস লাগানোর পর হালকা গোলাপি বা পার্ল রঙের গ্লিটার ব্যবহার করুন।
  • - বাড়িতে আপনার ক্লিয়ার গ্লস থাকলে গ্লিটার মিশিয়ে বানিয়ে নিতে পারেন গ্লিটার লিপগ্লস । টিপস- গ্লসের চকচকে ভাব থেকে ঠোঁটের আকার মোটা দেখাতে পারে । হালকা ও সরু লিপ লাইন চাইলে ঠোঁটের ন্যাচরাল রঙের কাছাকাছি লিপ কালার বেছে নিন।

অন্যান্য সাজে গ্লিটারের ব্যবহার-

  • - চোখ,ঠোঁট ও গালের মতো অন্যান্য অংশে গ্লিটার ব্যবহার করতে চাইলে নিচের টিপস গুলো মেনে চলুন ।
  • - জেল গ্লিটার ব্যবহার করুন। কারন জেল গ্লিটার সহজে ব্যবহার করা যায় । না হলে লুজ গ্লিটার ও ব্যবহার করতে পারেন।
  • - জেল গ্লিটার টিউব থেকে সরাসরি ব্যবহার করুন,সুবিধা হবে।
  • - শিমার পাউডার সমেত বডি গ্লিটার পাওয়া যায়। বড় বডি ব্রাশ দিয়ে ঘাড় , বাহু ও অন্যান্য অংশে এই বডি গ্লিটার ব্যবহার করতে পারেন।
  • - মেকআপের সময় এত কিছু জোগাড় করতে না পারলে ক্রিমের সাথে শিমার পাউডার মিশিয়ে বডি গ্লিটার তৈরি করে নিতে পারেন । তারপর উপরে লুজ গ্লিটার লাগিয়ে নিন।
  • - গ্লিটার ব্যবহার করার পর নরম ব্রাশ দিয়ে বাড়টি গ্লিটার ঝেড়ে ফেলুন।

আরও কিছু গ্লিটার-

গ্লিটার নেলপলিশ- ক্লিয়ার নেলপলিসের সাথে গ্লিটার মিশিয়ে তৈরি করে নিতে পারেন গ্লিটার নেল পলিশ। না হলে যে কোন রঙের নেল পলিশ লাগান। শুকিয়ে গেলে গ্লিটার নেল পলিশ এক কোট লাগান। গাড় নীল বা কাল শেডের নেল পলিশের জন্য চাই ভাল সিলভার গ্লিটার। আর লাল নেল পলিশের জন্য গোল্ডেন গ্লিটার। গ্লিটার আইলাইনার- গ্লিটার আইলাইনার শুধু লাগাতেও পারেন, অথবা গাড় কালারের আইলাইনের আউট লাইন হিসেবেও গ্লিটার আইলাইনার লাগাতে পারেন। তবে গ্লিটার আইলাইনার আউট লাইন হিসেবে ব্যবহার করলে গাড় কালারের আইলাইনারের জন্য আই পেনসিল ব্যবহার করুন। লিকুইড আইলাইনার ব্যবহার না করাই ভাল। চুলের গ্লিটার- চুলের গ্লিটার সাধারনত দুই ধরনের হয়। স্প্রে গ্লিটার পুরো চুলে স্প্রে করতে হয়। ফলে সারা চুলে চকচকে ভাব আসে। স্ত্রিক গ্লিটার খানিকটা হাইলাইটের কাজ করে। এই পদ্ধতিতে চুলের যে কোন অংশে গ্লিটার লাগানো যেতে পারে। প্রথমে বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আছড়ে জট ছাড়িয়ে নিন। তারপর কপালের অংশ থেকে চুলের একটা অংশ ভাগ করে নিন। এবার চুলের গোঁড়ার থেকে ডগার দিকে গ্লিটার লাগান। গোড়ায় গ্লিটারের পরিমান বেশি থাকবে। চুলের বাকি অংশে অল্প গ্লিটার ছড়িয়ে থাকবে। তবে খেয়াল রাখবেন চুল যেন বেশি চটচটে না হয়ে যায়। গ্লিটার সেট করার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন।