ছবি সংগৃহীত
কীভাবে বুঝবেন প্রেমিক আর সম্পর্ক রাখতে চাইছে না?
আপডেট: ০২ জানুয়ারি ২০১৪, ১৫:৩৩
ভালোবাসার সম্পর্ক একতরফাভাবে কখনোই এগোয় না। সবকিছুতেই দুজনের সম্মতির প্রয়োজন হয়। দুজনের পাশাপাশি থেকে একে অপরকে বিশ্বাস করে, ভরসা করে ও সমর্থন করে ভালোবাসা আরও গভীর করে নেয়া যায়। সবাই নিজের ভালোবাসার সম্পর্ক আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান। কেউই চান না তাদের সম্পর্ক একটি ঠুনকো কাচের মত ভেঙে যাক। কেউই প্রস্তুত থাকেন না অপ্রত্যাশিত সম্পর্ক ভাঙনের জন্য। কিন্তু তারপরও সম্পর্ক ভাঙে, জীবনে আসে বিচ্ছেদ। অনেক কারণই থাকে যার কারনে ভালোবাসার সম্পর্কে ভাঙন আসতে পারে। কিন্তু অপ্রত্যাশিত ভাঙনের ধাক্কা সামলে ওঠা অনেক বেশি কষ্টের। আচ্ছা, যদি আপনার ভালোবাসার পুরুষটি ভালোবাসার সম্পর্ক থেকে সরে আসতে চান? কীভাবে জানবেন তা? ভালোবাসার মানুষটির আচার আচরনের দিকে একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু সম্পর্ক ভাঙনের লক্ষণ দেখে নেয়া যায়। জেনে নিন যে লক্ষণ গুলোতে বুঝবেন প্রেমিক আপনার সাথে ব্রেক আপ করতে চায়।

আপনাকে পর্যাপ্ত সময় না দেয়া
ভালো করে ভেবে দেখুন, শেষবার কবে আপনারা দেখা করেছিলেন কিংবা ভালোভাবে ফোনে কথা বলেছিলেন। সম্পর্কের শুরুর তুলনায় কি তা অনেক কম? এখানে দুটি ব্যাপার লক্ষণীয়। প্রথমত, তিনি খুব বেশি কাজে ব্যস্ত কিনা এবং দ্বিতীয়ত, তিনি কি আপনাকে এড়িয়ে চলছেন কিনা। একজন পুরুষ সত্যিকারের ভালোবেসে থাকলে যে করেই হোক একটু সময় প্রেমিকার জন্য ঠিকই বের করবেন। কিন্তু যদি তিনি আপনার সাথে ব্রেকআপ করতে চান, তবে তিনি ব্যস্ততার অজুহাত দেবেন।প্রেমিকের বন্ধুবান্ধব ও অন্যান্য পরিচিত মানুষজনের দূরে সরে যাওয়া
যদি প্রেমিকের বন্ধু বান্ধব ও অন্যান্য পরিচিত মানুষজনের সাথে পরিচয় থেকে থাকে, তাহলে তাদেরকেও লক্ষ্য করুন। দেখুন তারা আগের মতই আপনার সাথে ভালো আচরণ করছেন কিনা। যদি মনে করেন আগের মত আন্তরিকতা ও বন্ধুত্ব নেই, তবে বুঝতে হবে এটা আপনার প্রেমিকের পক্ষ থেকেই হচ্ছে। তিনি ব্রেকআপ চাচ্ছেন বিধায় নিজের বন্ধুবান্ধব ও অন্যান্য পরিচিত মানুষজনকে আপনার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন।সাধারণ কথা বার্তা বলাতে অনীহা প্রকাশ
আজকে সারাদিন কী করলে, কী খেয়েছ, কোথায় গিয়েছিলে, এটা করেছ, ওটা কবে করবে ইত্যাদি কথাবার্তা সাধারণ একটি ভালোবাসার সম্পর্কে প্রতিদিনই বলা হয়ে থাকে। কিন্তু সঙ্গী যদি এই ধরনের কথা বলতে অনীহা প্রকাশ করেন কিংবা আপনার প্রতিদিনকার কথায় তার কোনো আগ্রহ না থাকে, তবে ধরে নিন তিনি সম্পর্কটিকে আর গুরুত্বপূর্ণ মনে করছেন না। অর্থাৎ তিনি ব্রেকআপ চাচ্ছেন।অকারণে মেজাজ করা
মন মেজাজ ভালো না থাকলে কথা একটু রুষ্ট হয়েই বলেন সবাই। কিন্তু এটা যদি পরপর অনেকবার হয়, বা দিনের পর দিন একই রকম চলতে ঠাকে, তবে তা ভাবনার বিষয় অবশ্যই। অকারণে আপনার সাথে খারাপ ব্যবহার করলে বিষয়টি নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। যে বিষয়গুলো আগে তিনি লক্ষ্যই করতেন না, হুট করে সেই বিষয়গুলো নিয়ে মেজাজ করা শুরু করলে তা অবশ্যই চিন্তার বিষয়। অকারণে মেজাজ করার মানে তিনি আপনাকে দূরে রাখতে চান। সম্পর্ক থেকে দূরে থাকতে চান।