ছবি সংগৃহীত

কাফনে নারীকে কয়টি কাপড় পরাতে হবে?

মাওলানা মনযূরুল হক
লেখক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৬, ০২:১৫
আপডেট: ০৩ এপ্রিল ২০১৬, ০২:১৫

ইসলামী শরীয়ত বহুক্ষেত্রেই নারী ও পুরুষের ইবাদতের বিধিান ভিন্ন ভিন্ন নির্ধারণ করেছে । মৃত নারীর বেলায় নারী ও পুরুষের কাফনের বিদান আলাদা । পুরুষকে তিনটি কাপড়ে কাফন দেয়া গেলেও নারীকে দিতে হবে পাঁচটি কাপড়ে । ১. ইযার, যা দিয়ে তার নিম্নাংশ আবৃত করা হয়। ২. উড়না; এটা থাকবে হবে মাথার উপর। ৩. জামা; এটা থাকবে তার শরীরের উপর। ৪-৫. থাকবে দু’টি লেফাফা; যা দিয়ে তার পূর্ণ শরীরকে ঢেকে দেওয়া হবে। লায়লা সাকাফিয়্যাহ [রা.] বর্ণনা করেন- উম্মে কুলসুম [রা.] বিনতে রাসূল [সা] মারা গেলে যারা তাকে গোসল দেয়, আমি তাদের একজন ছিলাম। রাসূল [সা] আমাদেরকে প্রথম যা দিয়ে ছিলেন, তা ছিলো ইযার, এরপর জামা, এরপর উড়না, এরপর লেফাফা । আমরা এগুলোকে আরেকটি কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেই। ইমাম শাওকানী রহ. বলেন- হাদীস প্রমাণ করে যে, নারীর কাফনের জন্য বিধান হচ্ছে ইযার, জামা, উড়না, চাদর ও লেফাফা। মূল : ড. সালেহ ইবনে ফাওজান ভাষান্তর : মাওলানা মনযূরুল হক