
ছবি সংগৃহীত
কবরে কোন ভাষায় প্রশ্ন করা হবে?
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:২৪
আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:২৪
আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:২৪
কবরে প্রশ্নোত্তর সুরয়ানি ভাষায় হবে। শাইখ বাল্কিনি [রহ.] উক্ত অভিমত পেশ করেছেন। কিন্তু অন্য কাউকে এমন অভিমত পেশ করতে দেখা যায়নি। এ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানিকে [রহ.] জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হাদিস থেকে বুঝে আসে যে, প্রশ্ন হবে আরবি ভাষায়। তবে প্রত্যেকের মাতৃভাষাতেও প্রশ্নোত্তর হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে।
শাফেয়ি মতাবলম্বী আলেম ইবনে ইউনুস [রহ.] বলেন, যে দুজন ফিরিশতা কাফেরদের সুওয়াল জওয়াব করে তাকে মুনকার নাকির বলা হয় আর যে দুজন ফিরিশতা মুমিনদের সুওয়াল জওয়াব করে তাকে বাশির ও মুবাশশির বলা হয়। আল্লামা সুয়ুতি [রহ.] বলেন, তার এ বক্তব্যের সমর্থনে কোনো হাদিস বা বর্ণনা আমি খুঁজে পাইনি।
মূল : আল্লামা ইদরিস কান্ধলভি রহ.
অনুবাদ : মাওলানা মিরাজ রহমান
১২ মিনিট আগে
www.ajkerpatrika.com
| বরগুনা
১৪ মিনিট আগে
www.ajkerpatrika.com
| সুনামগঞ্জ
২৫ মিনিট আগে