
ছবি সংগৃহীত
আজকের শেয়ার বাজার: মূল্য বৃদ্ধিতে শীর্ষ দশ শেয়ার
আপডেট: ০৫ জানুয়ারি ২০১৫, ১১:১৪
(প্রিয়.কম) শেয়ারবাজারে মূল্য বৃদ্ধিতে আজ শীর্ষে থাকা দশ কোম্পানির দুটি বিদ্যুত খাতের, দুটি বস্ত্র খাতের, তিনটি ইন্স্যুরেন্স খাতের, একটি প্রকৌশল খাতের, একটি রাসায়নিক এবং অপরটি পাট খাতের প্রতিষ্ঠান। শীর্ষে থাকা সাইফ পাওয়ার টেক লিমিটেডের শেয়ারের দাম আজ বেড়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ বা ৫ টাকা ৪০ পয়সা বেড়ে ৬৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির ২ হাজার ৫৫৫ বারে ১৫ লাখ ৮৪ হাজার ৫৫০ টি শেয়ারের লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কোহিনূর কেমিক্যালস এর শেয়ারের দাম ৪ দশমিক ৮৮ শতাংশ বা ১৭ টাকা ২০ পয়সা বেড়ে ৩৭০ টাকায় দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির ১ বারে ৫ টি শেয়ারের লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। এর শেয়ারের দাম ৪ দশমিক ০৪ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে ৫৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ার ৫৪৬ বারে ৪ লাখ ১৭ হাজার ২৬৬ টি লেনদেন হয়েছে। চতুর্থ স্থানে থাকা আল-হাজ টেক্সটাইল এর শেয়ারের দাম ৩ দশমিক ৬৯ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা বেড়ে ১০৬.৮০ টাকায় দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির ১ হাজার ৩৬১ বারে ২ লাখ ৮৫ হাজার ৭৭৯ টি শেয়ারের লেনদেন হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড। এর শেয়ারের দাম ৩ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২৯০.৩০ টাকায় দাঁড়িয়েছে। অন্য ৫ টি কোম্পানির মধ্যে নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম ৩ দশমিক ৪৭ শতাংশ বা ১ টাকা বেড়ে ২৯ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের দাম ৩ দশমিক ৫৪ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা বেড়ে ৫৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম ৩ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ২১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৭০ পয়সা বেড়ে ২৬ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ১ টাকা ১০ পয়সা বেড়ে ৪১ টাকা ৭০ পয়সা হয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা
- শেয়ার
- শেয়ারবাজার
- DSE