কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১লা আগস্ট থেকে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

মানবজমিন প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০০:০০

আগামী ১লা আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সচিব এ কথা জানান। এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। গ্যাসের উৎপাদন বাড়ায় গ্যাস সংক্রান্ত সমস্যাগুলো অনেকটা কেটে গেছে জানিয়ে সচিব বলেন, সক্ষমতা বাড়ার কারণে, ঘাটতি কেটে ওঠার কারণে আমরা যেটা করেছি, তা হলো নতুন গ্যাস সংযোগ, পুরনো গ্যাসের লোড বৃদ্ধি ইত্যাদিতে উদারভাবে কার্যক্রম গ্রহণ করে যাচ্ছি। তিনি বলেন, ‘আগে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকত না। গ্যাস সংকট কেটে যাওয়ায় আমরা সেই নিষেধাজ্ঞাটা উঠিয়ে নিচ্ছি। এখন ১লা আগস্ট থেকে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টাই খোলা থাকবে, গ্যাস দিতে কোন বাধা থাকবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আবার যখন সমস্যা দেখা দেবে তখন দেখা যাবে। ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করতে পারব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে