nation: পুলিশ সূত্রে খবর, এদিন বেহররের জৈনপুরবাস গ্রামের এক মন্দিরের সামনে জসরামের উপর হামলা হয়। বিএসপি নেতাকে গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায় ওই বন্দুকবাজরা। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সাচলাকালীন গুর্জরের মৃত্যু হয়।