বেগমগঞ্জে উপজেলার রসুলপুর ইউনিয়নের শীবপুর গ্রামের এমপি জয়নাল আবেদীন ফারুক সড়কের পাশে আরএনবি ব্রিক ফিল্ডের পরিত্যক্ত শ্রমিক ঘর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ক্ষতবিক্ষত পচন ধরা লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক সেলিম জানান, দুপুরে ওই ব্রিক ফিল্ডের শ্রমিক ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে বিকাল ৫টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি পচন ধরায় আশপাশের কেউ তাকে চিনতে পারছে না। ফলে নাম পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, বয়সও বুঝা যাছে না। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই নারীকে নির্যাতনের পর হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা করছে এলাকাবাসী। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন উর রশিদ মানবজমিনকে জানান, কিভাবে এই নারীর মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। ওই নারীর পরিচয় নিশ্চিত ও খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.