কিশোরের কাণ্ড
মানবজমিন
প্রকাশিত: ২৪ জুলাই ২০১৯, ০০:০০
খুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নগরীর খানজাহান আলী থানা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধর্ষক নাহিদ সরদারের বয়স ১৩ বছর। শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে রাখা হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় মামলা হয়েছে। মেয়েটির মা জানান, ধর্ষক একই থানার আটরা গিলাতলা এলাকার খাঁ পাড়ার মহসীনের ছেলে। সন্ধ্যায় বাড়ির সবাই বাইরে গেলে এই সুযোগে ধর্ষক মেয়েটিকে ফুসলিয়ে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে যায়। একপর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। রাতেই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত কিশোর নাহিদ সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সন্ত্রাসী কর্মকান্ড
- খুলনা