You have reached your daily news limit

Please log in to continue


ইন্ডিয়া-ভুটানের চলচ্চিত্রে বাংলাদেশের সাইফ খান

ইন্ডিয়া ও ভুটানের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রলং’-এ অভিনয় করছেন বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক সাইফ খান। ছবিটি পরিচালনা করছেন মুম্বাইয়ের পরিচালক ফয়সাল সাইফ। ছবিটি হিন্দি ও ভুটানিজ ভাষায় নির্মাণ হচ্ছে। এ ছবিতে মুম্বাই ও ভুটানের শিল্পীরা অভিনয় করছেন। তবে ছবির প্রধান  চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নায়ক সাইফ খান। খবরটি সাইফ খান জানিয়েছেন। তিনি ছবিটি নিয়ে বলেন, আমি বাংলাদেশের শিল্পী হিসেবে গর্বিত। কারণ, ইন্ডিয়া ও ভুটানের প্রথম যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করছি। চলতি মাসের শুরুতে ভুটানে ছবির কাজ শুরু হয়েছে। এখানে বিদেশি শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করতে অনেক ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা সঞ্চয় হচ্ ছে। বাংলাদেশি শিল্পী শুনে আমাকে অনেক আপ্যায়ন করেছেন ভুটানের বাংলাদেশ হাইকমিশনার। আমাকে দাওয়াত করেছেন তাঁরা। তিনি আরো বলেন, আমি খুব গর্বিত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে। হিন্দি ভাষায় আমার কোনো কষ্ট হয় না কাজ করতে। কারণ, বাংলা আর হিন্দি দুই ভাষায় সমান দক্ষতা নিয়ে কথা বলতে পারি। এ বছরের শেষের দিকে একদিনে ইন্ডিয়া ও ভুটানে চলচ্চিত্রটি মুক্তি পাবে। ভুটানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেকটাই নতুন। শুটিং এর অনুমতি নেওয়াটা খুব সহজ। ভুটানের প্রযোজকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। উনারা বাংলাদেশ-ভুটান যৌথ চলচ্চিত্র তৈরিতে খুব আগ্রহী। উল্লেখ্য, ২০০৯ সালে আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন সিলেটের ছেলে সাইফ খানের। প্রথম ছবিতে তাঁর নায়িকা ছিলেন নিপুণ। এরপর তাঁর অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘এক জনমের কষ্টের প্রেম’ ও ‘পালাবার পথ নেই’। এছাড়া কলকাতার চলচ্চিত্র ‘আমিই  টোটো’তে অভিনয় করেছেন তিনি। বর্তমানে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সমাধান’ চলচ্চিত্রে কাজ করছেন। এ ছাড়া ‘বাঘিনী কন্যা’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাইফ খান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন