![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/07/22/464e1c6efe5ef57f1bec9384768ae14a-5d355abe2a53a.jpg?jadewits_media_id=1457008)
পাঁচ নারী কনস্টেবলের নতুন জীবন
প্রথম আলো
প্রকাশিত: ২২ জুলাই ২০১৯, ১২:৩৩
রাজশাহীতে কনস্টেবল পদে এবার ৪৪ জন নারী নিয়োগ পেয়েছেন। ৮ জুলাই স্বাস্থ্য পরীক্ষা দিতে আসা পাঁচ নারী কনস্টেবলের সঙ্গে কথা হয়। এই নারীরা ঘুষ না দিয়েই পুলিশে চাকরি পেয়েছেন। তাই তাঁরা অভিভূত। যেহেতু ঘুষ না দিয়ে চাকরি পেয়েছেন, তাই তাঁরাও কখনো দুর্নীতি করবেন না এবং মানুষের উপকার করবেন বলে জানালেন।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- নারী কনস্টেবল
- রাজশাহী