হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে বিশেষ আয়োজন
জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। তার প্রয়াণ দিবস উপলক্ষে তারই হাতে তৈরি করা নুহাশ পল্লী সেজেছে বিষাদের সজ্জায়। তার বিদেহি আত্মার শান্তি কামনায় হচ্ছে বেশ কিছু আয়োজন। থাকছে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল। নুহাশ পল্লীর আশপাশের মাদ্রাসা ও এতিমখানার ছাত্র, পরিবারের সদস্য এবং হুমায়ুন আহমেদের ঘনিষ্ট কয়েকজন লেখকসহ পাঁচ শতাধিক লোককে আমন্ত্রণ জানানো হয়েছে এ মিলাদ ও দোয়া মাহফিলে। আজ সকাল থেকে আশপাশের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা নুহাশ পল্লীতে কোরআন তেলাওয়াত করছে। পরে তারা কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেবে। আজকের দিনের কর্মসূচিতে অংশ নিতে হুমায়ূন আহমেদের দুই সন্তান নিষাদ ও নিনিতসহ স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতে পৌঁছাবেন। এছাড়া হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য, ভক্ত, বন্ধুরা কবর জিয়ারত ও মিলাদে যোগ দেবেন। জানা গেছে এ আয়োজনে আগত অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়েছে।