এইসব দিনকাল
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ১১:৪৯
বাঘ ও ছাগলের ওই গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন। এক ছাগল তৃষ্ণার্ত হয়ে নদীর দিকে গেছে। বাঘ তা দেখতে পেয়ে এগিয়ে গেল। তার মূল পরিকল্পনা ছাগলটাকে খেয়ে ফেলা। এটা সে সরাসরি করতে পারছে না। চক্ষুলজ্জায় পড়েছে। কাজেই সে বলল, এই বেটা, তুই পানি নোংরা করছিস কেন? ছাগল ভয়ার্ত গলায় বলল, জনাব, আমি তো পানি নোংরা করছি না। পানি খাচ্ছি। বাঘ হুংকার দিয়ে উঠল, আবার মুখে মুখে কথা।...