কবিতা
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ১১:১৯
শোয়াইব জিবরানযাত্রা, মহিষ পিঠেমহিষ পিঠে চলেছি বহুকাল জল-জলাজঙ্গলা পেরিয়ে। আমি কি রাখাল তবে ছিলাম বাথানের,নাকি দূর কোনো গাঁয়েবদ হাওয়া লেগে অসাড় দেহ। লোকে দিয়েছে তুলেসাপে কাঁটা চাঁদ সওদাগর, মহিষডিঙায়। মনে নেই কিছু। শুধু একটু একটু লোকালয় স্মৃতি,অস্পষ্ট মানুষের মুখহয়তো মায়ের, হয়তো প্রেমিকার। চলেছি এই রাতে যেন জলাধারের ওপারে আছে স্বাস্থ্যসদনআছে সবুজ গ্রাম, বৃক্ষশোভা, নগর কিনারেকোনো ওঁ নিরাময়া।...
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- কবিতা
- জাহানারা ইমাম
- ঢাকা