You have reached your daily news limit

Please log in to continue


রওনক-নাদিয়ার ‘একই ফ্রেমে বাঁধা’

ছোটপর্দার প্রিয় দুই মুখ রওনক হাসান ও নাদিয়া আহমেদ এফ জামান তাপসের পরিচালনায় একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। নাম ‘একই ফ্রেমে বাঁধা’। এটি রচনা করেছেন ফাইয়াদুজ্জামান তামিম। টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে তিনি জানান, একজন স্ক্রিপ্ট রাইটার সবসময়ই থ্রিলারধর্মী গল্প লিখেন। একসময় প্রযোজক তাকে অগ্রীম টাকা দিয়ে রোমান্টিক একটি গল্প লিখতে বলেন। কিন্তু স্ক্রিপ্ট রাইটার তা লিখতে গিয়ে নানা সমস্যায় পড়েন। নিজেকে রোমান্টিক করে তুলতে গিয়ে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। টেলিফিল্মটিতে স্ক্রিপ্ট রাইটার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। তার বিপরীতে রয়েছেন নাদিয়া আহমেদ। আজ বিকাল তিনটায় চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানালেন পরিচালক এফ জামান তাপস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন