জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় তার রংপুরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ১৫ই জুলাই সকালে সংসদ ভবনে এরশাদের জানাজা শেষ করার পরই বিকেলে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। গতকাল সংসদ সচিবালয়ে তা ছাপা আকারে সংসদে পৌঁছেছে বলে সাংবাদিকদের জানান আইন শাখা-২ এর উপ-সচিব নাজমুল হক।সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে তিন মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এ সংক্রান্ত গেজেটে উল্লেখ করা হয়েছে, ‘সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ই জুলাই মৃত্যুবরণ করায় তার একাদশ জাতীয় সংসদের-২১ রংপুর-৩ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.