![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/07/16/e34773d5c49f458b2acc85388540b2d1-5d2cc16118120.jpg?jadewits_media_id=1455588)
গাড়ি চুরি করে ৯০০ কিলোমিটার পাড়ি দিল চার শিশু!
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ০০:০৭
চারজনেরই বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। অথচ এই চার শিশু মিলেই চুরি করে ফেলল একটি গাড়ি! শুধু তাই নয়, চুরি করা এই গাড়ি নিয়ে তারা পাড়ি দিয়েছে ৯০০ কিলোমিটারের বেশি পথ! একটানা গাড়ি চালালেও এই পথ অতিক্রম করতে সময় লাগে আনুমানিক ১০ ঘণ্টা। অবাক করা এ ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গাড়ি চোর