জন্মভূমির বিপক্ষে ফাইনাল
মানবজমিন
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০০:০০
ইংল্যান্ড ও ওয়েলস- ২০১৯ বিশ্বকাপ। এক দিনের এই বিশ্বকাপে ফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড - নিউজিল্যান্ড। লর্ডসে নির্ধারণ হবে, কে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন? কোন দেশ হচ্ছে বিশ্বসেরা?ফাইনালে খেলা ২ দলেরই সর্বোচ্চ সাফল্য রানার্সআপ। সেই রানার্সআপ খরা কাটছে এক দলের। ইংল্যান্ড খেলছে চতুর্থ ফাইনাল আর কিউইরা টানা দ্বিতীয়।স্বাগতিক ইংল্যান্ডের তারকা খেলোয়াড় পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকস আজ খেলতে নামছেন নিজের জন্মভূমির বিপক্ষে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৯৯১ সালে জন্ম তার। বাবার চাকরির সুবাদে ৬ বছর বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে।২০০৯ সালে ডারহামের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটে বেন স্টোকসের। তার বাবা নিউজিল্যান্ডের এক সময়কার রাগবী খেলোয়াড় ছিলনে। বর্তমানে রাগবীর কোচিংও করিয়ে থাকেন তিনি।