ফেদেরার নাকি জকোভিচ?
উইম্বলডনের ফাইনালে আজ লড়ছেন টেনিসের ১ নম্বর বনাম ৩ নম্বর খেলোয়াড়। র্যাঙ্কিংয়ের পার্থক্য উল্লেখ না করলেও চলতো। এ যে ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড় রজার ফেদেরার-নোভাক জকোভিচের দ্বৈরথ! সুইস কিংবদন্তি ফেদেরার পুরুষ একক টেনিসে সর্বাধিক ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। আর তৃতীয় সর্বাধিক ১৫ গ্র্যান্ড স্লাম সার্বিয়ান গ্রেট জকোভিচের সংগ্রহে। ৪ বছর পর কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন এ দুজন। ২০১৫ সালে সর্বশেষ সাক্ষাৎটা হয়েছিল এই উইম্বলডনে। সেবার ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জকোভিচ। আগের বছরও উইম্বলডনের ফাইনালে ফেডকে হারান জোকো। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শ্রেষ্ঠত্বটা ধরে রাখতে চাইবেন জকোভিচ। তবে তাকে হারানোর ব্যাপারে আশাবাদী ফেদেরার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত জোকো। যদিও তাকে হারানো অনেক কঠিন হবে। তবে আমি আশাবাদী।’ চ্যাম্পিয়নের জন্য রয়েছে ২৩ লাখ ৫০ হাজার বৃটিশ পাউন্ড। রানার্সআপ পাবেন ১১ লাখ ৮৫ হাজার পাউন্ডফেদেরার উইম্বলডন সর্বশেষ জিতেছিলেন ২০১৭ সালে। গত বছর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। এবার সেমিতে পড়েছিলেন চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সামনে। তবে ৪ সেটের লড়াইয়ে সহজেই জিতেছেন। তাতে রেকর্ড দ্বাদশ বারের মতো উঠেছেন উইম্বলডনের ফাইনালে। আগের ১১ ফাইনালের ৮টি জিতেছেন ফেদেরার। এর মধ্যে টানা জিতেছিলেন ২০০৩-২০০৭ সাল পর্যন্ত। ঘাসে কোর্টের এই গ্র্যান্ড স্লাম আসরে সর্বাধিক শিরোপার রেকর্ডটাও তার দখরে। অন্যদিকে, শেষ চারে জকোভিচের প্রতিপক্ষ ছিল স্পেন রবার্তো বাতিস্তা আগুত। সেটিও শেষ হয়েছে ৪ সেটে। প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেট হারেন জোকোভিচ। পরে টানা দুটি জিতে নাম লেখান ফাইনালে। এ নিয়ে ষষ্ঠবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন জকো। আগের ৫ ফাইনালের ৪টিতেই জিতেছেন তিনি। এখন পর্যন্ত বিভিন্ন আসরে ৫৫ ম্যাচে মুখোমুখি হয়েছেন ফেদেরার-জকোভিচ। ফেডের জয় ২২টি, জোকোর জয় ২৫টি। এর মধ্যে ১৫ ম্যাচ গ্র্যান্ড স্লাম আসরে। ৬ হারের বিপরীতে ৯টিতে জিতেছেন জকোভিচ। আর সব মিলিয়ে ফেদেরারের বিপক্ষে ৪ গ্র্যান্ড স্লাম ফাইনালের ৩টিতে জিতেছেন তিনি।