ধোনি না থাকলে আরো আগেই হেরে যেতে ভারত: স্টিভ ওয়াহ

মানবজমিন প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০০:০০

আসরের অন্যতম ফেভারিট দল ভারত বিশ্বকাপ অভিযান শেষ করেছে সেমিফাইনাল থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে ভারতীয়দের। আর এই হারে জন্য সবচেয়ে বেশী সমালোচিত হচ্ছে ভারতের সাবেক অধিনয়াক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ধোনিকে নিয়ে এভাবে সমালোচনার পক্ষে নয় অস্ট্রেলিয়া কিংবদন্তি স্টিভ ওয়াহ। ধোনিকে নিয়ে এই অজি গ্রেট বলেন, ‘এটা খুবই খারাপ যে ভারতের পরাজয়ের সম্পূর্ণ দোষ ধোনিকে দেওয়া হচ্ছে। সে এমন একজন ক্রিকেটার যে একা হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। সে সব সময় ধরেই এমন ভাবে খেলে এসেছে। তবে প্রতিটি ম্যাচই তার একার পক্ষে জেতানো সম্ভব নয়।’বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে ভারতের জয়ে স্বপ্ন দেখাছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা। জাদেজা আউট হলে চাপে পড়েন ধোনির । তবে শেষ পযর্ন্ত ৫০ করার পর রান আউট হয়ে ধোনি ফিরে গেলে ভারতের ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় ভারতীয়দের। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় ভারত। আর এ হারের জন্য ধোনিকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে সমর্থকেরা। এ নিয়ে স্টিভ ওয়াহ বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ধোনি না থাকলে ভারত আরও আগেই ম্যাচ থেকে ছিটকে যেত। ধোনি ছিল বলেই শেষ পর্যন্ত জয়ের সম্ভবনা ছিল ভারতের। ধোনি দোষ দিলে তার প্রতি অবিচার করা হবে।’বিশ্বকাপে প্রথম পর্বে দুর্দান্ত খেলেছে ভারত। ভারতের দুর্দান্ত টপঅর্ডার থাকায় মিডল অর্ডারের তেমন পরীক্ষা দিতে হয়নি। তবে যে ক’টিতে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সুযোগ পয়েছে নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেনি। তবে এর সব দায় ধোনির ঘাড়ে। বিশেষ করে ডেথ ওভারে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা বেশি হচ্ছে। স্টিভ ওয়াহ বলেন, ‘ধোনি দুর্দান্ত ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে। ম্যাচে সে কি করতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে নিয়ে সামালোচনা হওয়া উচিত নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও